সাদুল্লাপুরে নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, প্রতিবাদে ধর্মপ্রাণ মুসল্লি

  • Update Time : ০৫:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • / 169

এনামুল হক,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সুলতান আরেফিন নামের এক শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালক আপত্তিকর মন্তব্য করায় ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় ধর্মপ্রাণ মসুল্লিরা। এ নিয়ে এক উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার (১৫ জুন) দুপুরে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন তার বাড়ির পাশে সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষ বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় বিক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে তার ফাসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রায় ৩ ঘন্টাব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ করতে থাকেন তারা।

স্থানীয়রা জানান, নলডাঙ্গা বাজারে অবস্থিত সোনার বাংলা বিদ্যাপীঠ এর পরিচালক সুলতান আরেফিন কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করছিলেন। তার এমন মন্তব্যের কারনে ক্ষুব্ধ হয়ে উঠে ধর্মপ্রাণ মানুষেরা। মুহূর্তে শুরু হয় তোলপার। এরই প্রতিবাদে অব্যাহত থাকে বিক্ষোভ মিছিল। ঘেরাও করা হয় নলডাঙ্গার সুলতান আরেফিনের বাড়ি। সেখান থেকে পুলিশ তাকে আটক করেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

বিক্ষোভ চলাকালীন নলডাঙ্গা বাজারের দুপাশের রাস্তা বন্ধ হওয়ায় সকল প্রকার যানবাহন ও পথচারীর চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও স্থানীয় সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সুলতান আরেফিনকে আটক করে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান আঃ গফুর আলী বলেন, এধরনের ঘটনা খুবই দূঃখজনক। আমরা মুসলিম হিসেবে হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে এহেন বিভ্রান্তিকর মন্তব্য আমাদের কাম্য নয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও নবী (সাঃ) কে আপত্তিকর মন্তব্যকারী সুলতান আরেফিন কে আটক করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


সাদুল্লাপুরে নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, প্রতিবাদে ধর্মপ্রাণ মুসল্লি

Update Time : ০৫:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

এনামুল হক,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সুলতান আরেফিন নামের এক শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালক আপত্তিকর মন্তব্য করায় ক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় ধর্মপ্রাণ মসুল্লিরা। এ নিয়ে এক উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার (১৫ জুন) দুপুরে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন তার বাড়ির পাশে সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষ বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় বিক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে তার ফাসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রায় ৩ ঘন্টাব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ করতে থাকেন তারা।

স্থানীয়রা জানান, নলডাঙ্গা বাজারে অবস্থিত সোনার বাংলা বিদ্যাপীঠ এর পরিচালক সুলতান আরেফিন কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করছিলেন। তার এমন মন্তব্যের কারনে ক্ষুব্ধ হয়ে উঠে ধর্মপ্রাণ মানুষেরা। মুহূর্তে শুরু হয় তোলপার। এরই প্রতিবাদে অব্যাহত থাকে বিক্ষোভ মিছিল। ঘেরাও করা হয় নলডাঙ্গার সুলতান আরেফিনের বাড়ি। সেখান থেকে পুলিশ তাকে আটক করেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

বিক্ষোভ চলাকালীন নলডাঙ্গা বাজারের দুপাশের রাস্তা বন্ধ হওয়ায় সকল প্রকার যানবাহন ও পথচারীর চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও স্থানীয় সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সুলতান আরেফিনকে আটক করে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান আঃ গফুর আলী বলেন, এধরনের ঘটনা খুবই দূঃখজনক। আমরা মুসলিম হিসেবে হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে এহেন বিভ্রান্তিকর মন্তব্য আমাদের কাম্য নয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও নবী (সাঃ) কে আপত্তিকর মন্তব্যকারী সুলতান আরেফিন কে আটক করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।