ভ্রাম্যমান আদালতের অভিযান বকশীগঞ্জে চারটি ডায়াগনোষ্টিক সেন্টার সিলগালা

  • Update Time : ০৮:১৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • / 217

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে গড়ে উঠা অনিবন্ধিত প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও র‌্যাব-১৪ সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। এসময় নিবন্ধন না থাকায় ৪টি প্রতিষ্ঠান সিলগালা ও বিভিন্ন অংকের আর্থিক জরিমানাসহ একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পৌর শহরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজার নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজুল হক, র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আশিকুর রহমানসহ পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে নিবন্ধন না থাকায় ফরিদ ডায়াগনোষ্টিক সেন্টারকে ৩৫ হাজার, ডাঃ এফ রহমান হাসপাতাল এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারকে ৫০ হাজার, মর্ডান ডায়াগনোষ্টিক সেন্টারকে ২০ হাজার, আল ম‌দিনা ডায়াগন‌োষ্টিক সেন্টার‌কে ৫০ হাজার জরিমানা সহ প্রতিষ্ঠান সিলগালা এবং নিবন্ধন নবায়ন নেই ও অপরিছন্ন থাকায় নূর ডায়াগনোষ্টিক সেন্টারকে ২০ হাজার, আশ্রাব উদ্দিন হাসপাতালকে ৬ হাজার ও হাবীব মেডিকেল হলকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ফাহিম মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় মালিক ফরিদ উদ্দিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রের আলোকে গৃহিত সিদ্ধান্ত মোতাবেক যৌথ অভিযান পরিচালনা করা হয়।কোন বৈধ কাগজপত্র না থাকায় ৪টি ক্লিনিক কে জরিমানা ও সিলগালা করা হয়েছে। অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার সমূহের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media


ভ্রাম্যমান আদালতের অভিযান বকশীগঞ্জে চারটি ডায়াগনোষ্টিক সেন্টার সিলগালা

Update Time : ০৮:১৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে গড়ে উঠা অনিবন্ধিত প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য বিভাগ, পুলিশ ও র‌্যাব-১৪ সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। এসময় নিবন্ধন না থাকায় ৪টি প্রতিষ্ঠান সিলগালা ও বিভিন্ন অংকের আর্থিক জরিমানাসহ একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পৌর শহরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজার নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আজিজুল হক, র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আশিকুর রহমানসহ পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে নিবন্ধন না থাকায় ফরিদ ডায়াগনোষ্টিক সেন্টারকে ৩৫ হাজার, ডাঃ এফ রহমান হাসপাতাল এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারকে ৫০ হাজার, মর্ডান ডায়াগনোষ্টিক সেন্টারকে ২০ হাজার, আল ম‌দিনা ডায়াগন‌োষ্টিক সেন্টার‌কে ৫০ হাজার জরিমানা সহ প্রতিষ্ঠান সিলগালা এবং নিবন্ধন নবায়ন নেই ও অপরিছন্ন থাকায় নূর ডায়াগনোষ্টিক সেন্টারকে ২০ হাজার, আশ্রাব উদ্দিন হাসপাতালকে ৬ হাজার ও হাবীব মেডিকেল হলকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ফাহিম মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় মালিক ফরিদ উদ্দিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রের আলোকে গৃহিত সিদ্ধান্ত মোতাবেক যৌথ অভিযান পরিচালনা করা হয়।কোন বৈধ কাগজপত্র না থাকায় ৪টি ক্লিনিক কে জরিমানা ও সিলগালা করা হয়েছে। অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার সমূহের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।