বেনাপোল সীমান্তে ৫টি ভারতীয় পিস্তলসহ পিতা-পুত্র গ্রেফতার

  • Update Time : ১২:০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • / 245

মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):

ভারতে স্থানীয় ভাবে তৈরী ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গুলি সহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে ৪৯, ব্যাটেলিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা। এ সময় তাদের কাছে থাকা সীম সহ ১টি স্যামসাং এন্ড্রুয়েড মোবাইল,১ টি অপপো এন্ড্রুয়েড মোবাইল এবং ২ টি নোকিয়া বাটন মোবাইল জব্দ করা হয়। আসামী পুত্র সোহেল রানা(৩০) এবং পিতা শাহজামাল কালু(৫২) এখন বেনাপোল পোর্টথানা পুলিশের হস্তগত হয়েছে।

লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকি,অধীনায়ক, যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি) জানান, সোমবার(২৩ মে) গভীর রাতে যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি) এর আওতাধীন রঘুনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯/৬-এস হতে আনুমানিক ১কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত রঘুনাথপুর বিওপি কমান্ডার জেসিও-৮০৭৮ সুবেদার মোঃ আহসান উল্লাহ এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল অস্ত্র চালানের গোপণ তথ্য পেয়ে বেনাপোল পোর্টথানাধীন সীমান্তবর্তী গ্রাম সাদীপুর, আসামী শাহজামাল কালুর বাড়ী ঘেরাও করে রাখে। পরবর্তীতে ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে বিজিডিও-২৪৯,এডি মোঃ সাজ্জাদ হোসেন,ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অপস অফিসার আরও অতিরিক্ত বিজিবি সদস্য ও বেনাপোল পোর্টথানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল সাদীপুর গ্রামে যৌথভাবে অভিযান পরিচালনা করে আসামী শাহজামাল কালু’র বাড়ী হতে ৫টি পিস্তল,৫রাউন্ড গুলি ও তাদের ব্যবহৃত ৪ টি মোবাইল উদ্ধার করা হয়।

আসামী পিতা-পুত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অস্ত্র সহ তাদের কে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


বেনাপোল সীমান্তে ৫টি ভারতীয় পিস্তলসহ পিতা-পুত্র গ্রেফতার

Update Time : ১২:০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২

মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):

ভারতে স্থানীয় ভাবে তৈরী ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গুলি সহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে ৪৯, ব্যাটেলিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা। এ সময় তাদের কাছে থাকা সীম সহ ১টি স্যামসাং এন্ড্রুয়েড মোবাইল,১ টি অপপো এন্ড্রুয়েড মোবাইল এবং ২ টি নোকিয়া বাটন মোবাইল জব্দ করা হয়। আসামী পুত্র সোহেল রানা(৩০) এবং পিতা শাহজামাল কালু(৫২) এখন বেনাপোল পোর্টথানা পুলিশের হস্তগত হয়েছে।

লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকি,অধীনায়ক, যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি) জানান, সোমবার(২৩ মে) গভীর রাতে যশোর ব্যাটালিয়ন(৪৯ বিজিবি) এর আওতাধীন রঘুনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯/৬-এস হতে আনুমানিক ১কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত রঘুনাথপুর বিওপি কমান্ডার জেসিও-৮০৭৮ সুবেদার মোঃ আহসান উল্লাহ এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল অস্ত্র চালানের গোপণ তথ্য পেয়ে বেনাপোল পোর্টথানাধীন সীমান্তবর্তী গ্রাম সাদীপুর, আসামী শাহজামাল কালুর বাড়ী ঘেরাও করে রাখে। পরবর্তীতে ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে বিজিডিও-২৪৯,এডি মোঃ সাজ্জাদ হোসেন,ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অপস অফিসার আরও অতিরিক্ত বিজিবি সদস্য ও বেনাপোল পোর্টথানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল সাদীপুর গ্রামে যৌথভাবে অভিযান পরিচালনা করে আসামী শাহজামাল কালু’র বাড়ী হতে ৫টি পিস্তল,৫রাউন্ড গুলি ও তাদের ব্যবহৃত ৪ টি মোবাইল উদ্ধার করা হয়।

আসামী পিতা-পুত্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অস্ত্র সহ তাদের কে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।