নীলফামারীর সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু আটক

  • Update Time : ০৯:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • / 209

মশিয়ার রহমান , নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী ডিমলা উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন পূর্ব ছাতনাই ও পশ্চিম ছাতনাই ইউনিয়নের মাঝামাঝি এলাকা হতে ভারত থেকে চোরাইপথে আসা ২১টি ভারতীয় গরু আটক করেছে থানারহাট বিওপির ৫১ বিজিবি ও ডিমলা থানা পুলিশ।
শুক্রবার (১৪ই মে) গভীর রাতে থানারহাট ই- কোম্পানির ৫১ বিজিবি ও ডিমলা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব ভারতীয় গরু আটক করে। বর্তমানে গরুগুলো থানার হাট বিওপি ক্যাম্পে ১৩টি ও ডিমলা থানায় ৮টি গরু রয়েছে।

থানার হাট বিওপি ক্যাম্পের সুবেদার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা টহলে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। আমার টহল টিম ১৩টি ভারতীয় গরু উদ্ধার করে থানার হাট বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পরবর্তীতে নিলামের মাধ্যমে গরুগুলো বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হবে।

এদিকে ডিমলা থানার পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ এর নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৮টি ভারতীয় গরু আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। বর্তমানে আটককৃত গরুগুলো থানায় রয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিডিসমাচার২৪.কমকে বলেন, ৮টি ভারতীয় গরু আটক করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media


নীলফামারীর সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু আটক

Update Time : ০৯:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২

মশিয়ার রহমান , নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী ডিমলা উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন পূর্ব ছাতনাই ও পশ্চিম ছাতনাই ইউনিয়নের মাঝামাঝি এলাকা হতে ভারত থেকে চোরাইপথে আসা ২১টি ভারতীয় গরু আটক করেছে থানারহাট বিওপির ৫১ বিজিবি ও ডিমলা থানা পুলিশ।
শুক্রবার (১৪ই মে) গভীর রাতে থানারহাট ই- কোম্পানির ৫১ বিজিবি ও ডিমলা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এসব ভারতীয় গরু আটক করে। বর্তমানে গরুগুলো থানার হাট বিওপি ক্যাম্পে ১৩টি ও ডিমলা থানায় ৮টি গরু রয়েছে।

থানার হাট বিওপি ক্যাম্পের সুবেদার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা টহলে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। আমার টহল টিম ১৩টি ভারতীয় গরু উদ্ধার করে থানার হাট বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পরবর্তীতে নিলামের মাধ্যমে গরুগুলো বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হবে।

এদিকে ডিমলা থানার পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ এর নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৮টি ভারতীয় গরু আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। বর্তমানে আটককৃত গরুগুলো থানায় রয়েছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিডিসমাচার২৪.কমকে বলেন, ৮টি ভারতীয় গরু আটক করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।