নীলফামারীতে ডিএনসিসির অভিযানে পিতাপুত্রসহ আটক ৩

  • Update Time : ০৬:৩২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
  • / 141

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

শুক্রবার (২৫ মার্চ) সকালে নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ‘র একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মাদক সম্রাট খ্যাত আসাদুল হক ওরফে মেসি নামে একজনকে আটক করেছে। ডিএনসি সুত্রে জানা যায়, পরিদর্শক মোঃ আশরাফুল হকের নেতৃত্বে নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে উক্ত মাদক ব্যবসায়ী মেসিকে ৫শ গ্রাম ভারতীয় নিষিদ্ধ গাঁজাসহ আটক করা হয়।
সে অত্র এলাকার মৃত ছাদের হোসেনের পুত্র।

পরে ডিএনসিসির উপ- পরিচালক মোহাম্মদ জায়েদ আল জাফরি বাদি হয়ে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেন।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে একইদিনে একই উপজেলার একই ইউনিয়নের চাওড়াডাঙ্গী গ্রামে ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার তোফাজ্জল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার পুত্র লেলিন হাসানকে দেড় কেজি গাঁজাসহ আটক করে। এলাকাবাসী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জানায় তোফাজ্জল ও তার ছেলে লেলিন (২৭) মিলে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত। এলাকার যুবসম্প্রদায়ের হাতে এই মরণ নেশা তুলে দিয়ে যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
অতপর পরিদর্শক মোঃ আশরাফুল হক বাদী হয়ে আসামী দুজনের নামে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ওসি ফিরোজ কবির বিডিসমাচার টোয়েন্টিফোরকে জানান, আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


নীলফামারীতে ডিএনসিসির অভিযানে পিতাপুত্রসহ আটক ৩

Update Time : ০৬:৩২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

শুক্রবার (২৫ মার্চ) সকালে নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ‘র একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মাদক সম্রাট খ্যাত আসাদুল হক ওরফে মেসি নামে একজনকে আটক করেছে। ডিএনসি সুত্রে জানা যায়, পরিদর্শক মোঃ আশরাফুল হকের নেতৃত্বে নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে উক্ত মাদক ব্যবসায়ী মেসিকে ৫শ গ্রাম ভারতীয় নিষিদ্ধ গাঁজাসহ আটক করা হয়।
সে অত্র এলাকার মৃত ছাদের হোসেনের পুত্র।

পরে ডিএনসিসির উপ- পরিচালক মোহাম্মদ জায়েদ আল জাফরি বাদি হয়ে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেন।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে একইদিনে একই উপজেলার একই ইউনিয়নের চাওড়াডাঙ্গী গ্রামে ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার তোফাজ্জল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার পুত্র লেলিন হাসানকে দেড় কেজি গাঁজাসহ আটক করে। এলাকাবাসী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জানায় তোফাজ্জল ও তার ছেলে লেলিন (২৭) মিলে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত। এলাকার যুবসম্প্রদায়ের হাতে এই মরণ নেশা তুলে দিয়ে যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
অতপর পরিদর্শক মোঃ আশরাফুল হক বাদী হয়ে আসামী দুজনের নামে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ওসি ফিরোজ কবির বিডিসমাচার টোয়েন্টিফোরকে জানান, আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।