নাসিক নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী

  • Update Time : ০২:১৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
  • / 171

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী। ব্যাপক জল্পনা-কল্পনা শেষে নৌকা প্রতিক দেয়া হয়েছে বর্তমান সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। নৌকা পাওয়ার পর তার কর্মী সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেলেও বিনা চ্যালেঞ্জে নির্বাচনী বৈতরণী পার হতে পারছেন না তিনি। লড়াই হবে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার এবং ইউপি ভোটে চমক দেখানো ইসলামী আন্দোলন তথা হাতপাখার প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মাসুম বিল্লাহর সাথে।।

অন্যদিকে মেয়র প্রার্থীরা হলেন, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস।

জানা গেছে, মূল লড়াই হবে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মাসুম বিল্লাহর।

বুধবার নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার কয়েকশ নেতাকর্মীসহ মিছিল করেছেন। এ সময় তিনি মিছিল নিয়ে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর বাসভবন চুনকা কুঠিরের সামনেও শো-ডাউন করেন।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে নগরীর দেওভোগ এলাকায় এ মিছিল করেন তৈমুর। মিছিল নিয়ে গণসংযোগকালে তিনি চলে আসেন আইভীর বাসভবন চুনকা কুঠিরের সামনে। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্য বাড়ির প্রধান ফটক বন্ধ করে গেটে অবস্থান নেন। এছাড়া আশেপাশের মানুষরাও জড়ো হন।

অপরদিকে ইসলামী আন্দোলন তথা হাতপাখা প্রতিক নিয়ে মেয়র পদে লড়াই করতে যাচ্ছেন দলটির মহানগরের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ। সম্প্রতি শেষ হওয়া ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জের কয়েকটি ইউনিয়নে ভোটের চমক দেখিয়েছে পীর সাহেব চরমোনাইর হাতপাখা। সদর উপজেলার ১টি ইউনিয়নে তারা নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েও ১৩ হাজারের বেশী ভোট পেয়ে চমক দেখিয়েছে।

ইসলামী আন্দোলনের প্রার্থী মাসুম বিল্লাহ বলেন, বিগত সময়ে এই সিটি মেয়র আইভীর নেতৃত্বে মসজিদ, মাদ্রাসা দখলের চেষ্টা করা হয়েছে। মসজিদ ভেঙ্গে সুপার মার্কেট করার অপচেষ্টা চালানো হয়েছে। এসব কারণে ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি আশা করি, নগরবাসী পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এবার হাতপাখাকে জয়ী করবে।

Tag :

Please Share This Post in Your Social Media


নাসিক নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী

Update Time : ০২:১৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে লড়াই হবে ত্রিমুখী। ব্যাপক জল্পনা-কল্পনা শেষে নৌকা প্রতিক দেয়া হয়েছে বর্তমান সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। নৌকা পাওয়ার পর তার কর্মী সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেলেও বিনা চ্যালেঞ্জে নির্বাচনী বৈতরণী পার হতে পারছেন না তিনি। লড়াই হবে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার এবং ইউপি ভোটে চমক দেখানো ইসলামী আন্দোলন তথা হাতপাখার প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মাসুম বিল্লাহর সাথে।।

অন্যদিকে মেয়র প্রার্থীরা হলেন, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস।

জানা গেছে, মূল লড়াই হবে আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মাসুম বিল্লাহর।

বুধবার নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার কয়েকশ নেতাকর্মীসহ মিছিল করেছেন। এ সময় তিনি মিছিল নিয়ে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর বাসভবন চুনকা কুঠিরের সামনেও শো-ডাউন করেন।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে নগরীর দেওভোগ এলাকায় এ মিছিল করেন তৈমুর। মিছিল নিয়ে গণসংযোগকালে তিনি চলে আসেন আইভীর বাসভবন চুনকা কুঠিরের সামনে। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্য বাড়ির প্রধান ফটক বন্ধ করে গেটে অবস্থান নেন। এছাড়া আশেপাশের মানুষরাও জড়ো হন।

অপরদিকে ইসলামী আন্দোলন তথা হাতপাখা প্রতিক নিয়ে মেয়র পদে লড়াই করতে যাচ্ছেন দলটির মহানগরের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ। সম্প্রতি শেষ হওয়া ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জের কয়েকটি ইউনিয়নে ভোটের চমক দেখিয়েছে পীর সাহেব চরমোনাইর হাতপাখা। সদর উপজেলার ১টি ইউনিয়নে তারা নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েও ১৩ হাজারের বেশী ভোট পেয়ে চমক দেখিয়েছে।

ইসলামী আন্দোলনের প্রার্থী মাসুম বিল্লাহ বলেন, বিগত সময়ে এই সিটি মেয়র আইভীর নেতৃত্বে মসজিদ, মাদ্রাসা দখলের চেষ্টা করা হয়েছে। মসজিদ ভেঙ্গে সুপার মার্কেট করার অপচেষ্টা চালানো হয়েছে। এসব কারণে ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি আশা করি, নগরবাসী পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এবার হাতপাখাকে জয়ী করবে।