ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, আহত ৫

  • Update Time : ১২:৩১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • / 175

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান চালানোর সময় হামলা চালিয়েছেন জেলেরা। এতে পাঁচ জন আহত হন।

শনিবার (৯ অক্টোবর) রাতের এ ঘটনায় একজন নিখোঁজ থাকলেও পরে তাকে উদ্ধার করা হয়। এছাড়া পুলিশের একটি হারিয়ে যাওয়া অস্ত্রও রবিবার (১০ অক্টোবর) ভোরে উদ্ধার হয়েছে। উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মরিছাকান্দি এলাকায় পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি স্পিডবোট নদীতে মা ইলিশ শিকার করতে আসে। আমাদের মা ইলিশ রক্ষায় যে স্পিডবোটটি রয়েছে, সেটি দিয়ে জেলেদের ধাওয়া করলে তারা মরিছাকান্দির শাখা নদীতে প্রবেশ করে। ধাওয়া করার সময় আমাদের স্পিডবোটের সঙ্গে তাদের বোটের ধাক্কা লাগে। পরে জেলেরা অভিযানকারী দলের ওপর হামলা চালায়। এতে স্পিডবোটে থাকা উপজেলা মৎস্য কার্যালয়ের তিন জন কর্মী ও দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর মৎস্য বিভাগের কর্মী আব্দুল বারেক মিয়া নিখোঁজ ছিলেন। পরে তাকে উদ্ধার করা হয়। এসময় পুলিশের দুটি আগ্নেয়াস্ত্র হারিয়ে যায়। পরে একটি উদ্ধার করা হয় এবং ভোরে অপর অস্ত্রটিরও সন্ধান মেলে।

ইউএনও আরও জানান, হামলায় আহতদের একজনের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের চাঁদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সখিপুর থানার ওসি তদন্ত মো. ওবায়দুল হক বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। একটি মোবাইল ও একটি স্পিডবোট জব্দ হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, আহত ৫

Update Time : ১২:৩১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান চালানোর সময় হামলা চালিয়েছেন জেলেরা। এতে পাঁচ জন আহত হন।

শনিবার (৯ অক্টোবর) রাতের এ ঘটনায় একজন নিখোঁজ থাকলেও পরে তাকে উদ্ধার করা হয়। এছাড়া পুলিশের একটি হারিয়ে যাওয়া অস্ত্রও রবিবার (১০ অক্টোবর) ভোরে উদ্ধার হয়েছে। উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মরিছাকান্দি এলাকায় পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে।

ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি স্পিডবোট নদীতে মা ইলিশ শিকার করতে আসে। আমাদের মা ইলিশ রক্ষায় যে স্পিডবোটটি রয়েছে, সেটি দিয়ে জেলেদের ধাওয়া করলে তারা মরিছাকান্দির শাখা নদীতে প্রবেশ করে। ধাওয়া করার সময় আমাদের স্পিডবোটের সঙ্গে তাদের বোটের ধাক্কা লাগে। পরে জেলেরা অভিযানকারী দলের ওপর হামলা চালায়। এতে স্পিডবোটে থাকা উপজেলা মৎস্য কার্যালয়ের তিন জন কর্মী ও দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর মৎস্য বিভাগের কর্মী আব্দুল বারেক মিয়া নিখোঁজ ছিলেন। পরে তাকে উদ্ধার করা হয়। এসময় পুলিশের দুটি আগ্নেয়াস্ত্র হারিয়ে যায়। পরে একটি উদ্ধার করা হয় এবং ভোরে অপর অস্ত্রটিরও সন্ধান মেলে।

ইউএনও আরও জানান, হামলায় আহতদের একজনের অবস্থা গুরুতর। তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের চাঁদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সখিপুর থানার ওসি তদন্ত মো. ওবায়দুল হক বলেন, এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। একটি মোবাইল ও একটি স্পিডবোট জব্দ হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।