মাওলানা গাজী আতাউর রহমান
পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমেই সকল জনগণের মতামতের মূল্যায়ন করা সম্ভব
- Update Time : ০৮:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / 55
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, প্রচলিত নির্বাচন পদ্ধতির মাধ্যমে অধিকাংশ মানুষের ভোট বা মতামতের কোনো মূল্যায়ন করা হয় না। বিগত দিনে অর্ধ শতাংশের কম ভোট পেয়েও সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে অনেকেই ক্ষমতায় গিয়েছে। ফলে তারা স্বৈরাচারে পরিণত হয়েছে। এমতাবস্থায় সকল জনগণের ভোটের মূল্যায়ন করতে পারলে আগামী দিনে আর কোনো নতুন স্বৈরাচারের জন্ম নিতে পারবে না। আর সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) মাধ্যমেই সকল জনগণের ভোট বা মতামতের মূল্যায়ন করা সম্ভব।
আজ সোমবার (১৪ই অক্টোবর’২৪) বিকাল ৩টায় লাকসাম পৌর অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা শাখা আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আরো বলেন, লাকসামে গত ১৫ বছরে কোনো নির্বাচন হয়নি, এখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি। মানুষের সকল প্রকার অধিকারকে হরণ করেছে সাবেক ফ্যাসিস্ট সরকারের সাংসদ। আজ তারা পালিয়ে বেড়াচ্ছে।
সংগঠনের লাকসাম উপজেলা শাখা সভাপতি মাওলানা ইস্রাফিল মাহমুদ-এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, যুবনেতা মাওলানা মোরশেদুল আলম, কুমিল্লা জেলা দক্ষিণ শাখা সভাপতি মাওলানা নূরুদ্দীন হামিদী, সেক্রেটারি মাওলানা আহমাদ উল্লাহ খালিদ, ছাত্রনেতা রশীদ আহমাদ রায়হান, মনিরুল ইসলাম, শ্রমিকনেতা নেছার উদ্দিন সুমন, জিল্লুর রহমান, মুহাম্মাদ শাহাদাত হোসাইন। উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ লাকসাম থানা শাখার সভাপতি মাওলানা আবু ইউছুফ, সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি মাওলানা জামাল হোসাইন সহ থানা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।