নির্বাচন ছাড়া কাউকে ক্ষমতায় বসানো সম্ভব নয়: ওবায়দুল কাদের

  • Update Time : ০২:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • / 56

নির্বাচন ছাড়া কাউকে ক্ষমতায় বসানো সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, জনগণই সব ক্ষমতার উৎস। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে এক সংবাদ সম্মেলন এবং মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

এসময় কাদের বলেন, বিএনপি বন্ধুরাষ্ট্রের কাছে সাহায্য চাওয়া মানেই তাদের ক্ষমতায় বসানো নয়। একমাত্র জনগণই তাদের ক্ষমতায় বসাতে পারে। এর জন্য নির্বাচনে অংশগ্রহণ করাটা জরুরি।

এসময়, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনের সাথে আওয়ামী লীগের এমপি সাকিব আল হাসানের ছবির বিষয়ে প্রশ্ন করেন সংবাদকর্মীরা। জবাবে তিনি জানান, তিনি বিষয়টি মিডিয়ায় দেখেছেন। মনোনয়ন পাবার পর সাকিব দলের প্রাথমিক সদস্য ছিলো। তবে, এর আগে কি করেছে তা তিনি জানেন না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Tag :

Please Share This Post in Your Social Media


নির্বাচন ছাড়া কাউকে ক্ষমতায় বসানো সম্ভব নয়: ওবায়দুল কাদের

Update Time : ০২:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

নির্বাচন ছাড়া কাউকে ক্ষমতায় বসানো সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, জনগণই সব ক্ষমতার উৎস। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে এক সংবাদ সম্মেলন এবং মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

এসময় কাদের বলেন, বিএনপি বন্ধুরাষ্ট্রের কাছে সাহায্য চাওয়া মানেই তাদের ক্ষমতায় বসানো নয়। একমাত্র জনগণই তাদের ক্ষমতায় বসাতে পারে। এর জন্য নির্বাচনে অংশগ্রহণ করাটা জরুরি।

এসময়, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনের সাথে আওয়ামী লীগের এমপি সাকিব আল হাসানের ছবির বিষয়ে প্রশ্ন করেন সংবাদকর্মীরা। জবাবে তিনি জানান, তিনি বিষয়টি মিডিয়ায় দেখেছেন। মনোনয়ন পাবার পর সাকিব দলের প্রাথমিক সদস্য ছিলো। তবে, এর আগে কি করেছে তা তিনি জানেন না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।