সিরিজ বোমা হামলার পৃষ্ঠপোষক বিএনপি: ওবায়দুল কাদের

  • Update Time : ০৮:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • / 171

নিজস্ব প্রতিবেদক

প্রায় দুই দশক আগে দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলার অন্যতম পৃষ্ঠপোষক বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জেএমবির মাধ্যমে সিরিজ বোমা হামলা হাওয়া ভবন থেকে পরিচালিত করেছে তারেক রহমান। বিএনপি এ সত্যকে বেশি দিন আড়াল করে রাখতে পারবে না।

২০০৫ সালের ১৭ অগাস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন-জেএমবি। ওই দিন দেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার ৩৪টি স্থানসহ সাড়ে চারশ স্পটে প্রায় পাঁচশ’ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

ওই হামলায় নিহত হন ২ জন এবং আহত হয় দুই শতাধিকের বেশি মানুষ। ওই সময় জেএমবির সিরিজ বোমা হামলায় দেশের বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মুজিব পরিবারকে নিশ্চিহ্ন করেছে জিয়াউর রহমান, এখন শেখ হাসিনা-শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র চলছে।’

বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘হাজারো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। কী অত্যাচার তাদের ওপর করা হয়েছে! বিএনপি এখনও প্রকাশ্যে রাজনীতি করছে। তাদের আন্দোলনে হাজার হাজার কোটি টাকা আসছে। এই টাকা কোথা থেকে আসে?’

তিনি বলেন, ‘পৃথিবীর একটা দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রয়েছে, পাকিস্তানে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো, আপনি তত্ত্বাবধায়ক চাইলে পাকিস্তানে চলে যান। না হয় তত্ত্বাবধায়কের দাবি ছেড়ে নির্বাচনে আসুন। নয়তো আম ও ছালা দুটোই হারাবেন। তারেক রহমান কেন আসে না জবাব দিন? যার দেশে আসার সাহস নেই, তার রাজনীতি ছেড়ে দেয়া উচিত।’

ওবায়দুল কাদের বলেন, বিএনপির একদফা আন্দোলন খাদে পড়ে গেছে। শুধু স্লোগান দিয়ে সরকার পতন হবে না। শেখ হাসিনার শেকড় মানুষের অনেক গভীরে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে গিয়ে বিএনপি নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে।

এসময় বিএনপির সন্ত্রাস মোকাবেলা করার জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর অবর্তমানে মানুষের বিশ্বস্ত ঠিকানার নাম শেখ হাসিনা। অন্ধকার থেকে দেশকে আলোয় আলোকিত করেছেন শেখ হাসিনা। বিশ্বসভায় উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে পরিচিত করেছেন শেখ হাসিনা।’

বিএনপির উদ্দেশে ওবায়দল কাদের বলেন, ‘আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে গিয়ে বিএনপি নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে। আওয়ামী লীগের সম্পর্ক মানুষের সাথে। মানুষের সাথে যাদের সম্পর্ক তাদের বিচ্ছিন্ন বা নিশ্চিহ্ন করা যায় না।’

বিএসএমএমইউতে হামলায় বিএনপির হাত রয়েছে

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম অভিযোগ বলেন, ‘বিএনপি-জামায়াত এখনও অপশক্তি ওপর ভর করে, সন্ত্রাসী শক্তির ওপর ভর করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়। এরাই গত ১৪ আগস্ট দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে তাণ্ডব চালিয়েছিল। এই তাণ্ডবের সঙ্গে বিএনপির হাত ছিল।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হাসপাতালের চিকিৎসকরা আজ ভয়ে আতঙ্কগ্রস্ত। জঙ্গিবাদী শক্তি এখনো নির্মূল হয়নি। এরা বিএনপি জামাতিদের আড়ালে আছে। তাদের রুখতে হবে।’

বিএনপিকে ইঙ্গিত করে নাছিম বলেন, জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করে দেশে আবারও সিরিজ বোমা হামলা করাই তাদের (বিএনপির) লক্ষ্য।’

দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেন. ‘দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিলো বিএনপি জামাত। মৌলভীবাজারে জঙ্গিদের গ্রেপ্তারের কারণে কষ্ট লেগেছে মির্জা ফখরুলের, কারণ জঙ্গিরা তাদেরই সৃষ্টি। টেক ব্যাক বাংলাদেশ নাম দিয়ে দেশকে ৭৫ পরবর্তী অন্ধকারের বাংলাদেশে নাকি ২০০১ পরবর্তী জঙ্গি, সন্ত্রাসবাদের রাষ্ট্রে ফিরিয়ে নিতে চায় বিএনপি?’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

Tag :

Please Share This Post in Your Social Media


সিরিজ বোমা হামলার পৃষ্ঠপোষক বিএনপি: ওবায়দুল কাদের

Update Time : ০৮:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক

প্রায় দুই দশক আগে দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলার অন্যতম পৃষ্ঠপোষক বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জেএমবির মাধ্যমে সিরিজ বোমা হামলা হাওয়া ভবন থেকে পরিচালিত করেছে তারেক রহমান। বিএনপি এ সত্যকে বেশি দিন আড়াল করে রাখতে পারবে না।

২০০৫ সালের ১৭ অগাস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন-জেএমবি। ওই দিন দেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঢাকার ৩৪টি স্থানসহ সাড়ে চারশ স্পটে প্রায় পাঁচশ’ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

ওই হামলায় নিহত হন ২ জন এবং আহত হয় দুই শতাধিকের বেশি মানুষ। ওই সময় জেএমবির সিরিজ বোমা হামলায় দেশের বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মুজিব পরিবারকে নিশ্চিহ্ন করেছে জিয়াউর রহমান, এখন শেখ হাসিনা-শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র চলছে।’

বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘হাজারো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। কী অত্যাচার তাদের ওপর করা হয়েছে! বিএনপি এখনও প্রকাশ্যে রাজনীতি করছে। তাদের আন্দোলনে হাজার হাজার কোটি টাকা আসছে। এই টাকা কোথা থেকে আসে?’

তিনি বলেন, ‘পৃথিবীর একটা দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রয়েছে, পাকিস্তানে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো, আপনি তত্ত্বাবধায়ক চাইলে পাকিস্তানে চলে যান। না হয় তত্ত্বাবধায়কের দাবি ছেড়ে নির্বাচনে আসুন। নয়তো আম ও ছালা দুটোই হারাবেন। তারেক রহমান কেন আসে না জবাব দিন? যার দেশে আসার সাহস নেই, তার রাজনীতি ছেড়ে দেয়া উচিত।’

ওবায়দুল কাদের বলেন, বিএনপির একদফা আন্দোলন খাদে পড়ে গেছে। শুধু স্লোগান দিয়ে সরকার পতন হবে না। শেখ হাসিনার শেকড় মানুষের অনেক গভীরে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে গিয়ে বিএনপি নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে।

এসময় বিএনপির সন্ত্রাস মোকাবেলা করার জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর অবর্তমানে মানুষের বিশ্বস্ত ঠিকানার নাম শেখ হাসিনা। অন্ধকার থেকে দেশকে আলোয় আলোকিত করেছেন শেখ হাসিনা। বিশ্বসভায় উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে পরিচিত করেছেন শেখ হাসিনা।’

বিএনপির উদ্দেশে ওবায়দল কাদের বলেন, ‘আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে গিয়ে বিএনপি নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে। আওয়ামী লীগের সম্পর্ক মানুষের সাথে। মানুষের সাথে যাদের সম্পর্ক তাদের বিচ্ছিন্ন বা নিশ্চিহ্ন করা যায় না।’

বিএসএমএমইউতে হামলায় বিএনপির হাত রয়েছে

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম অভিযোগ বলেন, ‘বিএনপি-জামায়াত এখনও অপশক্তি ওপর ভর করে, সন্ত্রাসী শক্তির ওপর ভর করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়। এরাই গত ১৪ আগস্ট দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে তাণ্ডব চালিয়েছিল। এই তাণ্ডবের সঙ্গে বিএনপির হাত ছিল।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হাসপাতালের চিকিৎসকরা আজ ভয়ে আতঙ্কগ্রস্ত। জঙ্গিবাদী শক্তি এখনো নির্মূল হয়নি। এরা বিএনপি জামাতিদের আড়ালে আছে। তাদের রুখতে হবে।’

বিএনপিকে ইঙ্গিত করে নাছিম বলেন, জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করে দেশে আবারও সিরিজ বোমা হামলা করাই তাদের (বিএনপির) লক্ষ্য।’

দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেন. ‘দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিলো বিএনপি জামাত। মৌলভীবাজারে জঙ্গিদের গ্রেপ্তারের কারণে কষ্ট লেগেছে মির্জা ফখরুলের, কারণ জঙ্গিরা তাদেরই সৃষ্টি। টেক ব্যাক বাংলাদেশ নাম দিয়ে দেশকে ৭৫ পরবর্তী অন্ধকারের বাংলাদেশে নাকি ২০০১ পরবর্তী জঙ্গি, সন্ত্রাসবাদের রাষ্ট্রে ফিরিয়ে নিতে চায় বিএনপি?’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।