আগের নির্বাচনগুলো নিয়ে সন্তুষ্ট ইইউ: অশোক দেবনাথ

  • Update Time : ০১:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / 116

নিজস্ব প্রতিবেদক

আগের নির্বাচনগুলো নিয়ে সন্তুষ্ট ইইউ: অশোক দেবনাথ
নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আগের ভোগগুলো নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং আরও দুই নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন ইইউ প্রতিনিধিদলের সদস্যরা। বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং প্রতিনিধিদলের প্রধান চ্যালেরি রিকার্ন্ডোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তারা জানতে চেয়েছে। কমিশনের ঘোষিত রোডম্যাপ সম্পর্কে জানতে চেয়েছেন।

‘তারা আগের নির্বাচনগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ প্রকাশ করেছেন তারা। তবে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে কোন আলোচনা হয়নি।’

বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করছেন। এদিন সকালে ঢাকায় ইইউ দূতাবাসে ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) সঙ্গে বৈঠক করেন তারা।

আসন্ন এ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ সফর করছে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের অনুসন্ধানী অগ্রগামী দল। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার ইইউ মিশন জানিয়েছে, ৮ থেকে ২৩ জুলাই এ সফরে মূল নিবার্চন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা– ইত্যাদি বিষয় মূল্যায়ন করবে এই মিশন।

এর আগে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানিয়েছিলেন, স্বাধীন এই প্রতিনিধি দল ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেলের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনের আলোকে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত দেবেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


আগের নির্বাচনগুলো নিয়ে সন্তুষ্ট ইইউ: অশোক দেবনাথ

Update Time : ০১:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক

আগের নির্বাচনগুলো নিয়ে সন্তুষ্ট ইইউ: অশোক দেবনাথ
নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আগের ভোগগুলো নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং আরও দুই নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন ইইউ প্রতিনিধিদলের সদস্যরা। বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এবং প্রতিনিধিদলের প্রধান চ্যালেরি রিকার্ন্ডোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তারা জানতে চেয়েছে। কমিশনের ঘোষিত রোডম্যাপ সম্পর্কে জানতে চেয়েছেন।

‘তারা আগের নির্বাচনগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ প্রকাশ করেছেন তারা। তবে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে কোন আলোচনা হয়নি।’

বাংলাদেশ সফরে আসা ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করছেন। এদিন সকালে ঢাকায় ইইউ দূতাবাসে ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) সঙ্গে বৈঠক করেন তারা।

আসন্ন এ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ সফর করছে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের অনুসন্ধানী অগ্রগামী দল। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার ইইউ মিশন জানিয়েছে, ৮ থেকে ২৩ জুলাই এ সফরে মূল নিবার্চন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা– ইত্যাদি বিষয় মূল্যায়ন করবে এই মিশন।

এর আগে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানিয়েছিলেন, স্বাধীন এই প্রতিনিধি দল ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেলের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনের আলোকে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত দেবেন তিনি।