বঙ্গবন্ধু সংগ্রামী ও মানবিক নেতা হিসেবে বিশ্বে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেনঃ সুজিত রায় নন্দী

  • Update Time : ০৬:৩৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • / 891

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, বাঙালির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রামী ও মানবিক নেতা হিসেবে বিশ্বে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বঙ্গবন্ধু হলেন মানবিক উন্নয়নের এক উজ্জ্বল বাতিঘর।

শুক্রবার ( ২৭ জানুয়ারি) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা কার্যালয়ে অন্ধ, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মুক্তির কান্ডারী। অবিসংবাদিত নেতা, অত্যন্ত সফল রাষ্ট্রনায়ক এবং শান্তি ও মানবতার অগ্রদূত। জনগণই ছিল বঙ্গবন্ধুর জীবনের অন্তপ্রাণ। মানুষের দুঃখে তাঁর মন কাঁদত। কখনো পদ-পদবি বা ক্ষমতার লোভ বঙ্গবন্ধুকে তাঁর লক্ষ্য থেকে বিচ্যুত
করতে পারে নি।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর তুলনা বঙ্গবন্ধু নিজেই। তিনি সারাবিশ্বের অবিসংবাদিত নেতা। তিনি নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষের নেতা ছিলেন। বঙ্গবন্ধু তার ভাষণেই বলেছিলেন, ‘আজ সমগ্র বিশ্ব দুই ভাগে বিভক্ত, একদিকে শোষিত-বঞ্চিত ও নির্যাতিত মানুষ; অন্যদিকে শোষণকারী। আমি শোষিত-বঞ্চিত মানুষের পক্ষে’।’

সুজিত রায় নন্দী বলেন,
এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ। কারণ, জনগণ জানে শেখ হাসিনা মানে দেশের উন্নয়ন-অগ্রগতি। শেখ হাসিনা মানে মানবতার মা।

করোনা ভাইরাস মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মধ্য দিয়ে কীভাবে সংকট মোকাবিলা করতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। করোনার মতো ক্রাইসিসকে দক্ষতার সাথে মোকাবেলা করে বিশ্বে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলামের সঞ্চলনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ্য আখন,
সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া।

উল্লেখ্য, আজ শুক্রবার সকালে
বাংলাদেশ আওয়ামী লীগের নব গঠিত সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পাওয়ার পর চাঁদপুরে আজ প্রথম সফরে আসলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় শতশত নেতাকর্মীদের ঢল নামে।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল সহ জেলা,উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


বঙ্গবন্ধু সংগ্রামী ও মানবিক নেতা হিসেবে বিশ্বে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেনঃ সুজিত রায় নন্দী

Update Time : ০৬:৩৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, বাঙালির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রামী ও মানবিক নেতা হিসেবে বিশ্বে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বঙ্গবন্ধু হলেন মানবিক উন্নয়নের এক উজ্জ্বল বাতিঘর।

শুক্রবার ( ২৭ জানুয়ারি) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা কার্যালয়ে অন্ধ, প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির মুক্তির কান্ডারী। অবিসংবাদিত নেতা, অত্যন্ত সফল রাষ্ট্রনায়ক এবং শান্তি ও মানবতার অগ্রদূত। জনগণই ছিল বঙ্গবন্ধুর জীবনের অন্তপ্রাণ। মানুষের দুঃখে তাঁর মন কাঁদত। কখনো পদ-পদবি বা ক্ষমতার লোভ বঙ্গবন্ধুকে তাঁর লক্ষ্য থেকে বিচ্যুত
করতে পারে নি।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর তুলনা বঙ্গবন্ধু নিজেই। তিনি সারাবিশ্বের অবিসংবাদিত নেতা। তিনি নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষের নেতা ছিলেন। বঙ্গবন্ধু তার ভাষণেই বলেছিলেন, ‘আজ সমগ্র বিশ্ব দুই ভাগে বিভক্ত, একদিকে শোষিত-বঞ্চিত ও নির্যাতিত মানুষ; অন্যদিকে শোষণকারী। আমি শোষিত-বঞ্চিত মানুষের পক্ষে’।’

সুজিত রায় নন্দী বলেন,
এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ। কারণ, জনগণ জানে শেখ হাসিনা মানে দেশের উন্নয়ন-অগ্রগতি। শেখ হাসিনা মানে মানবতার মা।

করোনা ভাইরাস মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মধ্য দিয়ে কীভাবে সংকট মোকাবিলা করতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। করোনার মতো ক্রাইসিসকে দক্ষতার সাথে মোকাবেলা করে বিশ্বে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলামের সঞ্চলনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ্য আখন,
সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া।

উল্লেখ্য, আজ শুক্রবার সকালে
বাংলাদেশ আওয়ামী লীগের নব গঠিত সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পাওয়ার পর চাঁদপুরে আজ প্রথম সফরে আসলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় শতশত নেতাকর্মীদের ঢল নামে।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল সহ জেলা,উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।