শৃঙ্খলাভঙ্গ: সারদায় প্রশিক্ষণরত ২৫০ এসআইকে অব্যাহতি

  • Update Time : ১২:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • / 10

রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫০ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। ৪ নভেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল।

মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।

এআইজি ইনামুল হক বলেন, “শৃঙ্খলাভঙ্গের দায়ে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫০ জন এসআই ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

জানা গেছে, ২০২৩ সালের ১১ নভেম্বর সারদায় ৮২৩ জন ক্যাডেট এসআইয়ের ট্রেনিং শুরু হয়, যা শেষ হওয়ার কথা ৪ নভেম্বর। তাদের মধ্য থেকে ২৫০ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার রাজশাহীতে বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠেয় ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ হঠাৎ স্থগিত করা হয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া জানিয়েছে, অনিবার্য কারণবশত ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের রবিবারের সমাপনী কুচকাওয়াজ হচ্ছে না।

জানা গেছে, ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের এসব কর্মকর্তা ২০২২ সালের ৪ ডিসেম্বর সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন। অভিযোগ রয়েছে, হাসিনা সরকার তিনটি ক্যাটাগরিতে ৪০তম বিসিএস থেকে প্রার্থী নির্বাচন করে। সে সময় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অনেকেই বাদ পড়েন শুধুমাত্র এসবি এবং এনএসআই-এর রিপোর্টের কারণে। আওয়ামী লীগ না করলে কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। একই সঙ্গে ফলাফল যত ভালোই হোক পরিবারের কেউ বিএনপি অথবা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকলে তাকে বাদ দেওয়া হয়েছে।

এর মধ্যে ৬২ জন ছাত্রলীগ নেতার পুলিশে নিয়োগ নিয়ে সম্প্রতি সমালোচনা শুরু হয়। বিতর্কের মধ্যে শেষ মুহূর্তে এসে এই অনুষ্ঠান বাতিল করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


শৃঙ্খলাভঙ্গ: সারদায় প্রশিক্ষণরত ২৫০ এসআইকে অব্যাহতি

Update Time : ১২:৩২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫০ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। ৪ নভেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল।

মঙ্গলবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।

এআইজি ইনামুল হক বলেন, “শৃঙ্খলাভঙ্গের দায়ে সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫০ জন এসআই ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

জানা গেছে, ২০২৩ সালের ১১ নভেম্বর সারদায় ৮২৩ জন ক্যাডেট এসআইয়ের ট্রেনিং শুরু হয়, যা শেষ হওয়ার কথা ৪ নভেম্বর। তাদের মধ্য থেকে ২৫০ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার রাজশাহীতে বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠেয় ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ হঠাৎ স্থগিত করা হয়।

পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া জানিয়েছে, অনিবার্য কারণবশত ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের রবিবারের সমাপনী কুচকাওয়াজ হচ্ছে না।

জানা গেছে, ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের এসব কর্মকর্তা ২০২২ সালের ৪ ডিসেম্বর সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন। অভিযোগ রয়েছে, হাসিনা সরকার তিনটি ক্যাটাগরিতে ৪০তম বিসিএস থেকে প্রার্থী নির্বাচন করে। সে সময় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অনেকেই বাদ পড়েন শুধুমাত্র এসবি এবং এনএসআই-এর রিপোর্টের কারণে। আওয়ামী লীগ না করলে কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। একই সঙ্গে ফলাফল যত ভালোই হোক পরিবারের কেউ বিএনপি অথবা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকলে তাকে বাদ দেওয়া হয়েছে।

এর মধ্যে ৬২ জন ছাত্রলীগ নেতার পুলিশে নিয়োগ নিয়ে সম্প্রতি সমালোচনা শুরু হয়। বিতর্কের মধ্যে শেষ মুহূর্তে এসে এই অনুষ্ঠান বাতিল করা হয়।