কুয়াশার চাদরে ঢেকে গেল রাজধানী

  • Update Time : ১০:১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • / 96

সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী। ফলে কয়েক হাত দূরের জিনিস দেখাও দুরূহ হয়ে পড়েছে। সেই সঙ্গে বাতাস থাকায় শীত অনুভূত হচ্ছে বেশ। যদিও আগে থেকেই শীতের প্রভাবে জবুথবু অবস্থা গ্রাম অঞ্চলের মানুষের।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর নিউমার্কেট, আজিমপুর, ধানমন্ডি, তেঁজগাও, মহাখালীসহ এলাকা ঘুরে এমন চিত্রই চোখে পড়ে। এসব এলাকায় কুয়াশার আধিক্য লক্ষ্য করা গেছে। ঘন কুয়াশার কারণে একটু দূরের বস্তুও দৃশ্যমান হচ্ছিল না।

ঘন কুয়াশায় ইঞ্জিন লাইনচ্যুত, রংপুরে ট্রেন চলাচল বন্ধ

এসময় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে চলতে দেখা গেছে। বহুতল ভবনগুলোকে মনে হচ্ছিল মেঘে ঢাকা আবছা কোনো কিছু।

এ ছাড়া কাজে বের হওয়া লোকজনকে শীত নিবারণে গরম কাপড়ের পাশাপাশি মাথায় হুডি ব্যবহার করতে দেখা যায়। আবার বাতাস থেকে রক্ষা পেতে অনেকে মুখেও মাস্ক ব্যবহার করছেন। এদিকে, কুয়াশার কারণে মাঝে মাঝে বৃষ্টির মতো ফোঁটা মুখে অনুভূত হচ্ছে।

এর আগে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলে, দেশের কোনো কোনো অঞ্চলে শীত জেঁকে বসেছে। যদিও ডিসেম্বরের শেষ দিকে শৈত্যপ্রবাহ নামার সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ নামতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বুধবার রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media


কুয়াশার চাদরে ঢেকে গেল রাজধানী

Update Time : ১০:১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী। ফলে কয়েক হাত দূরের জিনিস দেখাও দুরূহ হয়ে পড়েছে। সেই সঙ্গে বাতাস থাকায় শীত অনুভূত হচ্ছে বেশ। যদিও আগে থেকেই শীতের প্রভাবে জবুথবু অবস্থা গ্রাম অঞ্চলের মানুষের।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর নিউমার্কেট, আজিমপুর, ধানমন্ডি, তেঁজগাও, মহাখালীসহ এলাকা ঘুরে এমন চিত্রই চোখে পড়ে। এসব এলাকায় কুয়াশার আধিক্য লক্ষ্য করা গেছে। ঘন কুয়াশার কারণে একটু দূরের বস্তুও দৃশ্যমান হচ্ছিল না।

ঘন কুয়াশায় ইঞ্জিন লাইনচ্যুত, রংপুরে ট্রেন চলাচল বন্ধ

এসময় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে চলতে দেখা গেছে। বহুতল ভবনগুলোকে মনে হচ্ছিল মেঘে ঢাকা আবছা কোনো কিছু।

এ ছাড়া কাজে বের হওয়া লোকজনকে শীত নিবারণে গরম কাপড়ের পাশাপাশি মাথায় হুডি ব্যবহার করতে দেখা যায়। আবার বাতাস থেকে রক্ষা পেতে অনেকে মুখেও মাস্ক ব্যবহার করছেন। এদিকে, কুয়াশার কারণে মাঝে মাঝে বৃষ্টির মতো ফোঁটা মুখে অনুভূত হচ্ছে।

এর আগে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নিয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলে, দেশের কোনো কোনো অঞ্চলে শীত জেঁকে বসেছে। যদিও ডিসেম্বরের শেষ দিকে শৈত্যপ্রবাহ নামার সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহের শেষ দিকে দেশের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ নামতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বুধবার রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।