বিএনপি নির্বাচনে না এলেও বহির্বিশ্বের চাপ নেই: ইসি আলমগীর

  • Update Time : ০৫:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
  • / 98

বিএনপি নির্বাচনে না এলেও বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, নির্বাচনে কোন দল অংশ নেবে, তা শুধু দলেরই সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত অন্য একজনকে চাপিয়ে দিতে পারে না। বাস্তবতার ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার আলোকে বলা যায়, একটি নির্বাচনে সব ধরনের রাজনৈতিক দল অংশ নেয় না।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে মাদারীপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

আলমগীর আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটার তালিকা ও ভোটকেন্দ্র প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম ঠিক করা হয়েছে। এমনকি রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণও হয়ে গেছে। বিভিন্ন জেলায় যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদের সঙ্গে মতবিনিময় হচ্ছে। আচরণবিধিমালা প্রতিপালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে আছে। এবারের নির্বাচনেও সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা আছে। এখনো চূড়ান্ত হয়নি। তবে সেইভাবে প্রস্তুতি নিচ্ছে কমিশন।

তিনি আরও বলেন, নির্বাচনে বিদেশি কোন কোন দেশ থেকে কারা পর্যবেক্ষক হিসেবে আসবেন, তাদের তালিকা নির্বাচন কমিশন হাতে পেয়েছে। বিদেশিরা নির্বাচন দেখতে আসবেন না, এমন কথা কেউ এখনো বলেননি।

নির্বাচনে অংশ নিতে বিএনপিকে আহ্বান করা হচ্ছে জানিয়ে ইসি আলমগীর বলেন, এখনো বলা হচ্ছে। শুধু বিএনপিকে একা নয়, ৪৪টি রাজনৈতিক দলকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আহ্বান জানিয়েছে কমিশন। যদি বিএনপি নির্বাচনে আসতে চায়, তাহলে সময় পেছানো হতে পারে। এক্ষেত্রে নির্বাচন কমিশন রাজি আছে।

Tag :

Please Share This Post in Your Social Media


বিএনপি নির্বাচনে না এলেও বহির্বিশ্বের চাপ নেই: ইসি আলমগীর

Update Time : ০৫:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

বিএনপি নির্বাচনে না এলেও বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, নির্বাচনে কোন দল অংশ নেবে, তা শুধু দলেরই সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত অন্য একজনকে চাপিয়ে দিতে পারে না। বাস্তবতার ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার আলোকে বলা যায়, একটি নির্বাচনে সব ধরনের রাজনৈতিক দল অংশ নেয় না।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে মাদারীপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

আলমগীর আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটার তালিকা ও ভোটকেন্দ্র প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম ঠিক করা হয়েছে। এমনকি রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণও হয়ে গেছে। বিভিন্ন জেলায় যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদের সঙ্গে মতবিনিময় হচ্ছে। আচরণবিধিমালা প্রতিপালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে আছে। এবারের নির্বাচনেও সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা আছে। এখনো চূড়ান্ত হয়নি। তবে সেইভাবে প্রস্তুতি নিচ্ছে কমিশন।

তিনি আরও বলেন, নির্বাচনে বিদেশি কোন কোন দেশ থেকে কারা পর্যবেক্ষক হিসেবে আসবেন, তাদের তালিকা নির্বাচন কমিশন হাতে পেয়েছে। বিদেশিরা নির্বাচন দেখতে আসবেন না, এমন কথা কেউ এখনো বলেননি।

নির্বাচনে অংশ নিতে বিএনপিকে আহ্বান করা হচ্ছে জানিয়ে ইসি আলমগীর বলেন, এখনো বলা হচ্ছে। শুধু বিএনপিকে একা নয়, ৪৪টি রাজনৈতিক দলকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আহ্বান জানিয়েছে কমিশন। যদি বিএনপি নির্বাচনে আসতে চায়, তাহলে সময় পেছানো হতে পারে। এক্ষেত্রে নির্বাচন কমিশন রাজি আছে।