বিএনপির সঙ্গে কোনো শর্তযুক্ত সংলাপ হবে না বললেন ওবায়দুল কাদের

  • Update Time : ০১:৩০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • / 114

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির সঙ্গে শর্তযুক্ত কোনো সংলাপ হবে না। আগে তাদের দেয়া চারটি শর্ত প্রত্যাহার করতে হবে। সংলাপের চিন্তা করবো তখন যখন শর্ত থাকবে না। সংলাপ হবে শর্তমুক্ত।’

আজ রোববার দুপুরে সড়ক পরিবহন ও সেতু বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে সরকারের কোনো দ্বিমত নেই।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা বন্ধু দেশ। তাদের সঙ্গে সম্পর্ক আছে। তারা নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ করতে পারে। কিন্তু তারাও শর্ত দিতে পারে না। সুষ্ঠু নির্বাচন আমরা করতে চেয়েছি। আমরা করছি কিনা সেটা তারা দেখবে।’

কাদের বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র) কথা মতো নির্বাচন করতে হবে কেন? কূটনৈতিক বিষয় সবসময় প্রকাশ্যে আলোচনা হয়। অনেক সমঝোতা ভেতরে হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রয়াস অব্যাহত আছে।’
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন সেভাবে হবে। যদি মনে করেন কেবিনেট ছোট করবেন বা এভাবেই থাকবে সেটা তার এখতিয়ার।

Tag :

Please Share This Post in Your Social Media


বিএনপির সঙ্গে কোনো শর্তযুক্ত সংলাপ হবে না বললেন ওবায়দুল কাদের

Update Time : ০১:৩০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির সঙ্গে শর্তযুক্ত কোনো সংলাপ হবে না। আগে তাদের দেয়া চারটি শর্ত প্রত্যাহার করতে হবে। সংলাপের চিন্তা করবো তখন যখন শর্ত থাকবে না। সংলাপ হবে শর্তমুক্ত।’

আজ রোববার দুপুরে সড়ক পরিবহন ও সেতু বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে সরকারের কোনো দ্বিমত নেই।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা বন্ধু দেশ। তাদের সঙ্গে সম্পর্ক আছে। তারা নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ করতে পারে। কিন্তু তারাও শর্ত দিতে পারে না। সুষ্ঠু নির্বাচন আমরা করতে চেয়েছি। আমরা করছি কিনা সেটা তারা দেখবে।’

কাদের বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র) কথা মতো নির্বাচন করতে হবে কেন? কূটনৈতিক বিষয় সবসময় প্রকাশ্যে আলোচনা হয়। অনেক সমঝোতা ভেতরে হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রয়াস অব্যাহত আছে।’
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন সেভাবে হবে। যদি মনে করেন কেবিনেট ছোট করবেন বা এভাবেই থাকবে সেটা তার এখতিয়ার।