আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা আজ
- Update Time : ১০:৩২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / 153
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
গতকাল শুক্রবার (১১ আগস্ট) দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, দলের বিশেষ বর্ধিত সভার এক সপ্তাহ পেরোনোর আগেই অনুষ্ঠিতব্য এই সভার গুরুত্ব অন্য যে কোনো সভার চেয়ে বেশি। তৃণমূলের নেতাদের উত্থাপিত নানা অভিযোগ ও পরামর্শ নিয়ে সভায় আলোচনা হতে পারে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে হওয়ায় নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়েও সিদ্ধান্ত নিতে পারে দলের সর্বোচ্চ ফোরামটি। এ ছাড়া দলের কার্যনির্বাহী সংসদের সভায় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার প্রণয়ন, উন্নয়নের প্রচার কার্যক্রম বৃদ্ধি ও বিরোধীদের অপপ্রচার রোধে করণীয় সম্পর্কে নির্দেশনা আসতে পারে। কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে যথা সময়ে এই সভায় উপস্থিত থাকতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।
আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা আজ
‘সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে গণঅধিকার পরিষদ’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সভার সুনির্দিষ্ট এজেন্ডা আছে। সেসব বিষয়ে আলোচনা হবে। এছাড়া সমসাময়িক রাজনীতি, তাদের লক্ষ্য, দলের ভেতরের সমস্যাসহ নানা বিষয়ে সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি।