ইসির চূড়ান্ত নিবন্ধন পেল বিএনএম ও বিএসপি

  • Update Time : ০৮:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • / 151

নিজস্ব প্রতিবেদক

অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। বৃহস্পতিবার (১০ আগস্ট) ইসির পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে এ দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন নিবন্ধন পাওয়া বিএনএমের প্রতীক নোঙর এবং বিএসপির প্রতীক একতারা।

এর আগে নির্বাচন কমিশন এ দুটি দলকে প্রাথমিকভাবে চূড়ান্ত করে দাবি অথবা আপত্তি বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। দল দুটির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। গত সোমবার (৭ আগস্ট) সেসব অভিযোগের শুনানি করে অবশেষে এ দল দুটিকে চূড়ান্তভাবে নিবন্ধনের সিদ্ধান্ত নিল ইসি।

এর আগে ইসির নিবন্ধন পেতে ৯৩টি রাজনৈতিক দল আবেদন করলেও তিন দফার ছাঁকুনি শেষে গত ১১ এপ্রিল প্রাথমিক বাছাইয়ে টিকে যাওয়া ১২ দলের তালিকা প্রকাশ করে আউয়াল কমিশন। সেখান থেকে গত ১৬ জুলাই এ দুটি দলকে নিবন্ধনের জন্য নির্বাচিত করে নির্বাচন কমিশন।

নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যসহ রাজনীতির মাঠে ময়দানে পরিচিতি দলগুলোকে পেছনে ফেলে ইসির তালিকায় সর্বশেষ স্থান পাওয়ায় এ দুটি রাজনৈতিক দল ব্যাপক আলোচনায় চলে আসে। তীব্র সমালোচনার মুখে পড়ে কাজী হাবিবুল আউয়াল কমিশন।

বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সিইসির সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও। তবে নিবন্ধনের সব নিয়ম ও শর্ত মেনেই এ দুটি দলকে নির্বাচন করা হয়েছে বলে দাবি করে ইসি।

Tag :

Please Share This Post in Your Social Media


ইসির চূড়ান্ত নিবন্ধন পেল বিএনএম ও বিএসপি

Update Time : ০৮:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক

অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। বৃহস্পতিবার (১০ আগস্ট) ইসির পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে এ দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন নিবন্ধন পাওয়া বিএনএমের প্রতীক নোঙর এবং বিএসপির প্রতীক একতারা।

এর আগে নির্বাচন কমিশন এ দুটি দলকে প্রাথমিকভাবে চূড়ান্ত করে দাবি অথবা আপত্তি বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। দল দুটির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। গত সোমবার (৭ আগস্ট) সেসব অভিযোগের শুনানি করে অবশেষে এ দল দুটিকে চূড়ান্তভাবে নিবন্ধনের সিদ্ধান্ত নিল ইসি।

এর আগে ইসির নিবন্ধন পেতে ৯৩টি রাজনৈতিক দল আবেদন করলেও তিন দফার ছাঁকুনি শেষে গত ১১ এপ্রিল প্রাথমিক বাছাইয়ে টিকে যাওয়া ১২ দলের তালিকা প্রকাশ করে আউয়াল কমিশন। সেখান থেকে গত ১৬ জুলাই এ দুটি দলকে নিবন্ধনের জন্য নির্বাচিত করে নির্বাচন কমিশন।

নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যসহ রাজনীতির মাঠে ময়দানে পরিচিতি দলগুলোকে পেছনে ফেলে ইসির তালিকায় সর্বশেষ স্থান পাওয়ায় এ দুটি রাজনৈতিক দল ব্যাপক আলোচনায় চলে আসে। তীব্র সমালোচনার মুখে পড়ে কাজী হাবিবুল আউয়াল কমিশন।

বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সিইসির সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও। তবে নিবন্ধনের সব নিয়ম ও শর্ত মেনেই এ দুটি দলকে নির্বাচন করা হয়েছে বলে দাবি করে ইসি।