গণতান্ত্রিক ধারা অব্যাহত বলেই উন্নয়নশীল দেশের মর্যাদা: প্রধানমন্ত্রী

  • Update Time : ১১:২৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • / 129

নিজস্ব প্রতিবেদক

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রংপুর সার্কিট হাউজে রংপুর বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বাংলাদেশ হবে স্মার্ট অর্থনীতির স্মার্ট বাংলাদেশ। আর সেই লক্ষ্যেই পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিলো বলেই, সরকার এই সফলতা অর্জন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এর আগে, রংপুরে বিভাগীয় মহাসমাবেশে আওয়ামী লীগ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

সে জনসভায় মানুষের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে বাবার মতো জীবন দেবার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রয়োজনে বাবার মতো জীবন দিবো। নৌকায় ভোট দিয়ে আবারো জনসেবার সুযোগ দিবেন এটাই চাই।

Tag :

Please Share This Post in Your Social Media


গণতান্ত্রিক ধারা অব্যাহত বলেই উন্নয়নশীল দেশের মর্যাদা: প্রধানমন্ত্রী

Update Time : ১১:২৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রংপুর সার্কিট হাউজে রংপুর বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বাংলাদেশ হবে স্মার্ট অর্থনীতির স্মার্ট বাংলাদেশ। আর সেই লক্ষ্যেই পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে। সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিলো বলেই, সরকার এই সফলতা অর্জন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এর আগে, রংপুরে বিভাগীয় মহাসমাবেশে আওয়ামী লীগ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

সে জনসভায় মানুষের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে বাবার মতো জীবন দেবার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রয়োজনে বাবার মতো জীবন দিবো। নৌকায় ভোট দিয়ে আবারো জনসেবার সুযোগ দিবেন এটাই চাই।