মরক্কোতে নিযুক্ত রাষ্ট্রদূতকে ঢাকায় তলব

  • Update Time : ১২:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • / 135

নিজস্ব প্রতিবেদক

মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহদৎ হোসেনকে ঢাকায় ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে তাকে ঢাকায় ফেরত আসার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন একাধিক সূত্র।

চুক্তিভিত্তিক নিয়োগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছে বলে জানায় সূত্রগুলো।

আরও আটটি দেশে আগামী পাঁচ মাসের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতদের মেয়াদ শেষ হবে: ইরাক, কানাডা, কুয়েত, জার্মানি, থাইল্যান্ড, পোল্যান্ড, সুইজারল্যান্ড ও সৌদি আরব।

এদের মধ্যে খলিলুর রহমান কানাডার দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের ডিসেম্বরে; মো. ফজলুল বারি ইরাকে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ২০২১ সালের জুলাইয়ে; মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মানিতে দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের অক্টোবরে; মেজর জেনারেল মো. আশিকুজ্জামান কুয়েতে দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের সেপ্টেম্বরে; এবং মোহাম্মাদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবে ২০২০ সালের আগস্টে দায়িত্ব গ্রহণ করেন। এই পাঁচজন রাষ্ট্রদূতও চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া।

এছাড়াও ২০২০ সালের ডিসেম্বরে পেশাদার কূটনীতিক মো. আব্দুল হাই থাইল্যান্ডে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২১ সালের জুনে পোল্যান্ডে রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন দায়িত্ব গ্রহণ করেন। উভয়ের পিআরএল শুরু হবে ডিসেম্বরে। আর সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত মো. সুফিয়ুর রহমান দায়িত্ব গ্রহণ করেন ২০২২ সালের অক্টোবরে এবং ওনার পিআরএল শুরু হবে নভেম্বরে।

যেসব রাষ্ট্রদূতদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, তাদের মেয়াদ বাড়ানো হবে কিনা অথবা মরক্কোর রাষ্ট্রদূতের মতো তাদের ফিরিয়ে আনা হবে কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

Tag :

Please Share This Post in Your Social Media


মরক্কোতে নিযুক্ত রাষ্ট্রদূতকে ঢাকায় তলব

Update Time : ১২:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক

মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহদৎ হোসেনকে ঢাকায় ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে তাকে ঢাকায় ফেরত আসার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন একাধিক সূত্র।

চুক্তিভিত্তিক নিয়োগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছে বলে জানায় সূত্রগুলো।

আরও আটটি দেশে আগামী পাঁচ মাসের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতদের মেয়াদ শেষ হবে: ইরাক, কানাডা, কুয়েত, জার্মানি, থাইল্যান্ড, পোল্যান্ড, সুইজারল্যান্ড ও সৌদি আরব।

এদের মধ্যে খলিলুর রহমান কানাডার দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের ডিসেম্বরে; মো. ফজলুল বারি ইরাকে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ২০২১ সালের জুলাইয়ে; মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মানিতে দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের অক্টোবরে; মেজর জেনারেল মো. আশিকুজ্জামান কুয়েতে দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের সেপ্টেম্বরে; এবং মোহাম্মাদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবে ২০২০ সালের আগস্টে দায়িত্ব গ্রহণ করেন। এই পাঁচজন রাষ্ট্রদূতও চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া।

এছাড়াও ২০২০ সালের ডিসেম্বরে পেশাদার কূটনীতিক মো. আব্দুল হাই থাইল্যান্ডে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২১ সালের জুনে পোল্যান্ডে রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন দায়িত্ব গ্রহণ করেন। উভয়ের পিআরএল শুরু হবে ডিসেম্বরে। আর সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত মো. সুফিয়ুর রহমান দায়িত্ব গ্রহণ করেন ২০২২ সালের অক্টোবরে এবং ওনার পিআরএল শুরু হবে নভেম্বরে।

যেসব রাষ্ট্রদূতদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, তাদের মেয়াদ বাড়ানো হবে কিনা অথবা মরক্কোর রাষ্ট্রদূতের মতো তাদের ফিরিয়ে আনা হবে কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।