কুরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব

  • Update Time : ১১:২৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
  • / 158

নিজস্ব প্রতিবেদকঃ

পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ঢাকায় সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকব এতাতকে তলব করেছে।

স্টকহোমে মসজিদের বাইরে কুরআন পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে তাকে তলব করা হয়েছে।

এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয় এই জঘন্য কাজের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ ‘বাকস্বাধীনতার’ নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননাকর এ ধরনের জঘন্য কর্মকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়ে, ‘সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অন্যায্য উস্কানি বন্ধ করার জন্য বাংলাদেশ আবারও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।’

এদিকে, সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ঘটনা কোনোভাবেই সুইডিশ সরকারের মতামতকে প্রতিফলিত করে না। সুইডেন কোন ব্যক্তির দ্বারা সংঘটিত ইসলামভীতিমূলক কর্মকাণ্ড দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

বিশ্বের বিভিন্ন দেশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


কুরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব

Update Time : ১১:২৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ঢাকায় সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকব এতাতকে তলব করেছে।

স্টকহোমে মসজিদের বাইরে কুরআন পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে তাকে তলব করা হয়েছে।

এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয় এই জঘন্য কাজের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ ‘বাকস্বাধীনতার’ নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননাকর এ ধরনের জঘন্য কর্মকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়ে, ‘সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অন্যায্য উস্কানি বন্ধ করার জন্য বাংলাদেশ আবারও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।’

এদিকে, সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ঘটনা কোনোভাবেই সুইডিশ সরকারের মতামতকে প্রতিফলিত করে না। সুইডেন কোন ব্যক্তির দ্বারা সংঘটিত ইসলামভীতিমূলক কর্মকাণ্ড দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

বিশ্বের বিভিন্ন দেশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।