প্রযুক্তির বিকাশে বাংলাদেশে সাহায্য অব্যাহত রাখবে বিশ্বব্যাংক
- Update Time : ০৪:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
- / 180
নিজস্ব প্রতিবেদকঃ
আগামীতেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিকাশে বাংলাদেশকে সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে বিশ্বব্যাংক। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অগ্রগতির প্রশংসা করে এ আশ্বাস দেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।
আজ রোববার (২২ জানুয়ারি) আইসিটি বিভাগের সম্মেলনকক্ষে ‘সেলিব্রেটিং ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক পার্টনারশিপ’ শীর্ষক এক অনুষ্ঠানে এ আশ্বাস দেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। ওই অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বিশ্বব্যাংককে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার উল্লেখ করে ট্রটসেনবার্গ বলেন, অতীতের মতোই বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলে একযোগে কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংক।
এছাড়া সরকারের নানা উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি তরুণদের মেধাকে কাজে লাগানোর ওপর গুরুত্বোরোপ করেন বিশ্বব্যাংকের এ কর্মকর্তা।