প্রশংসা

  • Update Time : ০২:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • / 255

         প্রশংসা
জলি ফাতেমা রোখসানা

বাঙালী জাতির গৌরব প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতা
আজও তুমি কোটি জনতার হৃদয়ের গলার মালা।
তুমি স্বজনহারা বাংলার বিদ্রোহী স্বাধীন নারী
রাজ্যেপাঠ নিয়ে শাসন করো তুমি বাংলার রানী।

তোমার মাঝে পেয়েছি মোরা স্বাধীন বাংলার পথ চলা
দেশের উন্নয়ন কাজে তোমার গুনাগুন শেষ হয় না বলা।
রুপালী পৃথিবীতে জন্ম নিয়ে তুমি ছড়ালে আলো
তোমার শাসন- সুনামের কীর্তিতে তুমি সবার চেয়ে ভালো।

তোমার শাসন-সুনামে আজ সারা বিশ্ব হয়েছে মুগ্ধ
চেয়েছো দেশের উন্নয়ন ও শান্তি তুমি চাওনি যুদ্ধ।
তোমার মায়াবী মুখের হাসি দেখে কোটি জনতা হাসে
১৯৭৫ সালের ১৫ই আগষ্টের হত্যাকান্ডে কোটি জনতা কাঁদে।

শান্তি চুক্তিতে সারা বিশ্বের তৃতীয় স্থানে আছো তুমি
দিবানিশি গুণ গেয়ে তোমার শাসন- সুনামে মুগ্ধ আমি।
বঙ্গবন্ধুর স্বপ্নকে কেন্দ্র করে নৌকা বানিয়েছি আমি
নিজের হাতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে
উপহার দেবো বলে।।

১২ বছর ধরে কবিতা সাধনা করি আর তোমায় খুঁজি
বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে কবিতা লিখে স্নৃতি রাখি।
আজ দিবানিশি এ হৃদয়ে একেঁছি তোমার নাম
আমি লেখিকা হয়েও আজ পাইনি কোনো দাম।

Tag :

Please Share This Post in Your Social Media


প্রশংসা

Update Time : ০২:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১

         প্রশংসা
জলি ফাতেমা রোখসানা

বাঙালী জাতির গৌরব প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতা
আজও তুমি কোটি জনতার হৃদয়ের গলার মালা।
তুমি স্বজনহারা বাংলার বিদ্রোহী স্বাধীন নারী
রাজ্যেপাঠ নিয়ে শাসন করো তুমি বাংলার রানী।

তোমার মাঝে পেয়েছি মোরা স্বাধীন বাংলার পথ চলা
দেশের উন্নয়ন কাজে তোমার গুনাগুন শেষ হয় না বলা।
রুপালী পৃথিবীতে জন্ম নিয়ে তুমি ছড়ালে আলো
তোমার শাসন- সুনামের কীর্তিতে তুমি সবার চেয়ে ভালো।

তোমার শাসন-সুনামে আজ সারা বিশ্ব হয়েছে মুগ্ধ
চেয়েছো দেশের উন্নয়ন ও শান্তি তুমি চাওনি যুদ্ধ।
তোমার মায়াবী মুখের হাসি দেখে কোটি জনতা হাসে
১৯৭৫ সালের ১৫ই আগষ্টের হত্যাকান্ডে কোটি জনতা কাঁদে।

শান্তি চুক্তিতে সারা বিশ্বের তৃতীয় স্থানে আছো তুমি
দিবানিশি গুণ গেয়ে তোমার শাসন- সুনামে মুগ্ধ আমি।
বঙ্গবন্ধুর স্বপ্নকে কেন্দ্র করে নৌকা বানিয়েছি আমি
নিজের হাতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে
উপহার দেবো বলে।।

১২ বছর ধরে কবিতা সাধনা করি আর তোমায় খুঁজি
বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে কবিতা লিখে স্নৃতি রাখি।
আজ দিবানিশি এ হৃদয়ে একেঁছি তোমার নাম
আমি লেখিকা হয়েও আজ পাইনি কোনো দাম।