অন্ধ সমাজ

  • Update Time : ০৯:১২:১০ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • / 316
অন্ধ সমাজ
কায়ছার আহমেদ মজনু
.
অন্ধ লোক সমাজ,
আসল নকলের ব্যবধান তাহারা,
ভুলিয়া গিয়াছে আজ।
.
হুরকে বলে নারী তাহারা
নারীকে বলে হুর,
ময়ূরকে তারা কাক বলিছে
কাক-রে কয় ময়ূর।
.
বিড়াল দেখিয়া ভয়ে সবাই কাঁপছে থরে-থর,
জীবনে যাহারা বাঘ দেখেনি,
কভু এক নজর।
.
নদী দেখিয়া বারেবারে
যারা বেহুঁশ হইয়া যায়,
কি হবে তাদের জীবনে
যাহারা,সাগর দেখে নাই!
.
মিষ্টি খেয়েছে লোভে পড়িয়া,
খাই-নাই কভু ঝল,
তাই তো সবাই মিষ্টি লয়ে
করছে গন্ডগল।
.
পুঁথি গিলিয়া শিক্ষিত হয়েছে
শিক্ষিতরে জ্ঞানী বলে,
শিক্ষিত আজ জ্ঞানী হয়েছে,
জ্ঞানীরা পড়েছে তলে!
.
খনিজ সম্পদ থাকে গো যেথায়,
খনি তাহারে কই,
হরণ করে যে হতে পারে ধনী,
খনি সে কভু নয়।
.
মৌমাছিরা মধু খুঁজে ফিরে
বনে আর জঙ্গলে,
ভাবে নাই তারা মনের হড়শে,
মধু দিলো কে ফুলে।
.
সত্য লয়ে বেচা-কেনা কর,
সত্য কি জানো না তা,
কি বুঝিয়া নষ্ট করিছো,
নিজেরাই নিজের মাথা?
.
সত্য কইবার তেজ যদি নাই,
চুপচাপ বসে থাকো।
আল্লার দোহাই লাগে কাউকে,
ভুল বুঝায় ও নাকো।।

Please Share This Post in Your Social Media


অন্ধ সমাজ

Update Time : ০৯:১২:১০ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
অন্ধ সমাজ
কায়ছার আহমেদ মজনু
.
অন্ধ লোক সমাজ,
আসল নকলের ব্যবধান তাহারা,
ভুলিয়া গিয়াছে আজ।
.
হুরকে বলে নারী তাহারা
নারীকে বলে হুর,
ময়ূরকে তারা কাক বলিছে
কাক-রে কয় ময়ূর।
.
বিড়াল দেখিয়া ভয়ে সবাই কাঁপছে থরে-থর,
জীবনে যাহারা বাঘ দেখেনি,
কভু এক নজর।
.
নদী দেখিয়া বারেবারে
যারা বেহুঁশ হইয়া যায়,
কি হবে তাদের জীবনে
যাহারা,সাগর দেখে নাই!
.
মিষ্টি খেয়েছে লোভে পড়িয়া,
খাই-নাই কভু ঝল,
তাই তো সবাই মিষ্টি লয়ে
করছে গন্ডগল।
.
পুঁথি গিলিয়া শিক্ষিত হয়েছে
শিক্ষিতরে জ্ঞানী বলে,
শিক্ষিত আজ জ্ঞানী হয়েছে,
জ্ঞানীরা পড়েছে তলে!
.
খনিজ সম্পদ থাকে গো যেথায়,
খনি তাহারে কই,
হরণ করে যে হতে পারে ধনী,
খনি সে কভু নয়।
.
মৌমাছিরা মধু খুঁজে ফিরে
বনে আর জঙ্গলে,
ভাবে নাই তারা মনের হড়শে,
মধু দিলো কে ফুলে।
.
সত্য লয়ে বেচা-কেনা কর,
সত্য কি জানো না তা,
কি বুঝিয়া নষ্ট করিছো,
নিজেরাই নিজের মাথা?
.
সত্য কইবার তেজ যদি নাই,
চুপচাপ বসে থাকো।
আল্লার দোহাই লাগে কাউকে,
ভুল বুঝায় ও নাকো।।