খুলনা বিভাগে একদিনে করোনায় আরও ৪৮ মৃত্যু
- Update Time : ০২:০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
- / 224
নিজস্ব প্রতিবেদক:
২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনায়। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৮৮ জনের দেহে।
মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, গত একদিনে খুলনা বিভাগে যে ৪৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে যশোর জেলায় ১০ জন, কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহে ৫ জন, মেহেরপুর ও নড়াইলে ৩ জন করে, চুয়াডাঙ্গায় দুজন, বাগেরহাট ও সাতক্ষীরায় একজন করে মারা গেছেন।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৭৪ হাজার ৭৮০ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৮৯ জন।
গত ৯ জুলাই খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ৭১ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু।
কয়েকদিন ধরেই খুলনা বিভাগে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হচ্ছে। কোনোদিন মৃত্যুর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আবার কোনোদিন শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে। শনাক্তের হারও তুলনামূলকভাবে অনেক বেশি। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগ সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে। তবে এমন ভয়াবহ পরিস্থিতির পরও স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষের মধ্যে অনীহা দেখা গেছে।