৪৫ ঘণ্টা পর ধ্যান ভাঙল মোদির

  • Update Time : ০৭:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
  • / 46

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৪৫ নাগাদ ধ্যান শুরু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১ জুন) দুপুরে ৪৫ ঘণ্টার ধ্যানের অবসান ঘটে। টানা ৭৫ দিন ধরে ২০৬টি জনসভা এবং রোড শো করেছেন মোদি। একগুচ্ছ কর্মসূচি শেষে ধ্যান শুরু করেন তিনি।

গত ৪৫ ঘণ্টা কারও সঙ্গে কথা বলেননি মোদি। এসময় তিনি শুধুই তরল জাতীয় খাবার খেয়েছেন। খাদ্যতালিকায় ছিল, ডাবের পানি, ফলের রসের মতো পানীয়।

ধ্যান ভাঙার পর ধ্যানমণ্ডপম থেকে বেরিয়ে আসেন তিনি। এরপরই তামিল কবি, দার্শনিক থিরুভাল্লুভারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আজ শনিবার (১ জুন) ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর তিনি ধ্যানে বসেছিলেন কেদারনাথে। ২০১৪ সালের ভোটের পর গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড়ে।

ভারতের বিরোধী দলগুলোর দাবি, নির্বাচনের ফলকে প্রভাবিত করতেই তিনি এই ধ্যানে বসেছেন। তারা আদর্শ নির্বাচনি আচরণ বিধি (এমসিসি) ভঙ্গ হচ্ছে দাবি করে মোদির ধ্যানের ছবি গণমাধ্যমে প্রকাশ না করার দাবিও জানিয়েছিল নির্বাচন কমিশনের কাছে।

Tag :

Please Share This Post in Your Social Media


৪৫ ঘণ্টা পর ধ্যান ভাঙল মোদির

Update Time : ০৭:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৪৫ নাগাদ ধ্যান শুরু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১ জুন) দুপুরে ৪৫ ঘণ্টার ধ্যানের অবসান ঘটে। টানা ৭৫ দিন ধরে ২০৬টি জনসভা এবং রোড শো করেছেন মোদি। একগুচ্ছ কর্মসূচি শেষে ধ্যান শুরু করেন তিনি।

গত ৪৫ ঘণ্টা কারও সঙ্গে কথা বলেননি মোদি। এসময় তিনি শুধুই তরল জাতীয় খাবার খেয়েছেন। খাদ্যতালিকায় ছিল, ডাবের পানি, ফলের রসের মতো পানীয়।

ধ্যান ভাঙার পর ধ্যানমণ্ডপম থেকে বেরিয়ে আসেন তিনি। এরপরই তামিল কবি, দার্শনিক থিরুভাল্লুভারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আজ শনিবার (১ জুন) ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর তিনি ধ্যানে বসেছিলেন কেদারনাথে। ২০১৪ সালের ভোটের পর গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড়ে।

ভারতের বিরোধী দলগুলোর দাবি, নির্বাচনের ফলকে প্রভাবিত করতেই তিনি এই ধ্যানে বসেছেন। তারা আদর্শ নির্বাচনি আচরণ বিধি (এমসিসি) ভঙ্গ হচ্ছে দাবি করে মোদির ধ্যানের ছবি গণমাধ্যমে প্রকাশ না করার দাবিও জানিয়েছিল নির্বাচন কমিশনের কাছে।