চীনে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • Update Time : ০৯:৫৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • / 57

আন্তর্জাতিক ডেস্ক

চীনের জিনজিয়াং প্রদেশে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৬ মার্চ) আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ১। নিউ আকসু থেকে ১৩৩ কিলোমিটার দূরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির উৎসস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল। এদিকে, এ ভূমিকম্পের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় জরুরি পরিষেবাদানকারী সংস্থাগুলো পরিস্থিতি মূল্যায়ন করছে বলে জানা গেছে। খবর ভলক্যানো ডিসকভারি

এর আগে, মঙ্গলবার (৫ মার্চ) ইরানের দক্ষিণাঞ্চলে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পটির উৎসস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে ভূত্বাত্তিক জরিপ সংস্থাটি।

উল্লেখ্য, চীনা প্রদেশ জিনজিয়াং ভূমিকম্পের জন্য একটি সক্রিয় অঞ্চল।

Tag :

Please Share This Post in Your Social Media


চীনে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Update Time : ০৯:৫৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

চীনের জিনজিয়াং প্রদেশে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৬ মার্চ) আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ১। নিউ আকসু থেকে ১৩৩ কিলোমিটার দূরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির উৎসস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল। এদিকে, এ ভূমিকম্পের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় জরুরি পরিষেবাদানকারী সংস্থাগুলো পরিস্থিতি মূল্যায়ন করছে বলে জানা গেছে। খবর ভলক্যানো ডিসকভারি

এর আগে, মঙ্গলবার (৫ মার্চ) ইরানের দক্ষিণাঞ্চলে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পটির উৎসস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে ভূত্বাত্তিক জরিপ সংস্থাটি।

উল্লেখ্য, চীনা প্রদেশ জিনজিয়াং ভূমিকম্পের জন্য একটি সক্রিয় অঞ্চল।