বাণিজ্য সম্পর্ক আরও বাড়াবে সুইজারল্যান্ড ও চীন

  • Update Time : ০৪:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • / 60

আন্তর্জাতিক ডেস্ক

সুইস প্রেসিডেন্ট ভায়োলা আমহার্ড এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দাভোস বৈঠকে যোগ দিতে লি দেশটিতে গেছেন।

সোমবার চীন ও সুইজারল্যান্ড একটি যৌথ ঘোষণাপত্র জারি করেছে। সেখানে বলে হয়েছে, দুই দেশের মধ্যে বর্তমানে চালু ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে আরো জোরদার করা হবে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেরও আরো উন্নতি হবে।

২০১৩ সালে দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করা হয়। কিন্তু পরে দুই দেশের সম্পর্ককে আরো জোরদার করার পথে বাধা হয়ে দাঁড়ায় চীনে মানবাধিকার নিয়ে আশংকা।

সুইস প্রেসিডেন্ট এক্স-এ লিখেছেন, ‘চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরো মজবুত করার পাশাপাশি মানবাধিকার নিয়ে মধ্যস্থতা ও সহযোগিতার বিষয়টি নিয়েও কথা হয়েছে।’

এই বছরেই সুইজারল্যান্ড ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন। সেখানে মানবাধিকারের বিষয়টিও থাকবে। দুই দেশই ভিসার নিয়ম সরল করার কথা বলেছে। চীন জানিয়েছে, সুইস নাগরিকরা ভিসা ছাড়াই সেদেশে ঢুকতে পারবেন।

২০১৭ সালে শি জিনপিং সুইজারল্যান্ড সফর করেছিলেন। তারপর এবার লি সেখানে গেলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পর সুইজারল্যান্ডই হলো চীনের তৃতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী।

সূত্র: ডিডাব্লিউ, এপি, রয়টার্স

Tag :

Please Share This Post in Your Social Media


বাণিজ্য সম্পর্ক আরও বাড়াবে সুইজারল্যান্ড ও চীন

Update Time : ০৪:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

সুইস প্রেসিডেন্ট ভায়োলা আমহার্ড এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দাভোস বৈঠকে যোগ দিতে লি দেশটিতে গেছেন।

সোমবার চীন ও সুইজারল্যান্ড একটি যৌথ ঘোষণাপত্র জারি করেছে। সেখানে বলে হয়েছে, দুই দেশের মধ্যে বর্তমানে চালু ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে আরো জোরদার করা হবে এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেরও আরো উন্নতি হবে।

২০১৩ সালে দুই দেশের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করা হয়। কিন্তু পরে দুই দেশের সম্পর্ককে আরো জোরদার করার পথে বাধা হয়ে দাঁড়ায় চীনে মানবাধিকার নিয়ে আশংকা।

সুইস প্রেসিডেন্ট এক্স-এ লিখেছেন, ‘চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরো মজবুত করার পাশাপাশি মানবাধিকার নিয়ে মধ্যস্থতা ও সহযোগিতার বিষয়টি নিয়েও কথা হয়েছে।’

এই বছরেই সুইজারল্যান্ড ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন। সেখানে মানবাধিকারের বিষয়টিও থাকবে। দুই দেশই ভিসার নিয়ম সরল করার কথা বলেছে। চীন জানিয়েছে, সুইস নাগরিকরা ভিসা ছাড়াই সেদেশে ঢুকতে পারবেন।

২০১৭ সালে শি জিনপিং সুইজারল্যান্ড সফর করেছিলেন। তারপর এবার লি সেখানে গেলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পর সুইজারল্যান্ডই হলো চীনের তৃতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী।

সূত্র: ডিডাব্লিউ, এপি, রয়টার্স