ইসরায়েলকে মার্কিন অস্ত্র সহায়তা দিতে জোর আলোচনা

  • Update Time : ০১:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • / 113

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হঠাৎ হামলার পর ইসরায়েলে পাশে দাঁড়ানোর কথা জানায় যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েলকে মার্কিন অস্ত্র সহায়তা দিতে দুই দেশের কর্মকর্তা জোর আলোচনা শুরু করেছেন। আজ বোরবার নাগাদ হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। শনিবার হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তার বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, ইসরায়েলকে মার্কিন অস্ত্র সহায়তা নিয়ে আজকে ঘোষণা আসতে পারে। তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থি সরে যাওয়ায় নতুন অস্ত্র সহায়তা পাস নিয়ে জটিলতা দেখা দিতে পারে।

আরেক আমেরিকান কর্মকর্তা বলেছেন, তারা আসলে এই বিষয়টি নিয়েই কাজ করছেন। প্রতিনিধি পরিষদে কোনো স্পিকার নেই। এটি একটি ব্যতিক্রম পরিস্থিতি। এর মধ্যেই তাদের কাজ করতে হবে।

শনিবার হামাসের হামলার পর ইসরায়েলের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন অপরিবর্তিত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


ইসরায়েলকে মার্কিন অস্ত্র সহায়তা দিতে জোর আলোচনা

Update Time : ০১:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হঠাৎ হামলার পর ইসরায়েলে পাশে দাঁড়ানোর কথা জানায় যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েলকে মার্কিন অস্ত্র সহায়তা দিতে দুই দেশের কর্মকর্তা জোর আলোচনা শুরু করেছেন। আজ বোরবার নাগাদ হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। শনিবার হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তার বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, ইসরায়েলকে মার্কিন অস্ত্র সহায়তা নিয়ে আজকে ঘোষণা আসতে পারে। তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থি সরে যাওয়ায় নতুন অস্ত্র সহায়তা পাস নিয়ে জটিলতা দেখা দিতে পারে।

আরেক আমেরিকান কর্মকর্তা বলেছেন, তারা আসলে এই বিষয়টি নিয়েই কাজ করছেন। প্রতিনিধি পরিষদে কোনো স্পিকার নেই। এটি একটি ব্যতিক্রম পরিস্থিতি। এর মধ্যেই তাদের কাজ করতে হবে।

শনিবার হামাসের হামলার পর ইসরায়েলের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন অপরিবর্তিত রয়েছে।