৪০ বছর ধরে অপেক্ষা করছি, আর না : এরদোগান

  • Update Time : ০৪:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • / 127

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিতে তুরস্ক ৪০ বছর ধরে অপেক্ষা করছে, আর নয়। ইইউতে যোগ দিতে তুরস্ক আর নতুন কোনো শর্ত বা দাবি মেনে নেবে না।

রোববার (১ অক্টোবর) তুরস্কের নতুন পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে দেওয়া এক ভাষণে এরদোগান বলেন, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার জন্য আমরা সব ধরনের অঙ্গীকার পূরণ করেছি। কিন্তু তারা এখনো আমাদের জোটের অন্তর্ভুক্ত করেনি।

এনডিটিভি জানিয়েছে, ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসের (ইসিএইচআর) গত বৃহস্পতিবারের একটি রায়ের কারণে এরদোয়ান তার ক্ষোভ ঝাড়েন। ২০১৬ সালের অভ্যুত্থান ষড়যন্ত্রে জড়িত থাকায় তুরস্ক সম্প্রতি তাকে সাজা দিয়েছে। এরদোগান মনে করেন যুক্তরাষ্ট্রের আশকারায় ফতুল্লা গুলেনের অভ্যুত্থান চেষ্টার সঙ্গে ওই শিক্ষক জড়িত আছেন।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে এতদিন এরদোগান নরম সুরে কথা বললেও সম্প্রতি সেই অবস্থান থেকে সরে এসেছেন তিনি। এর আগে এরদোগান বলেছিলেন, (তুরস্ক) বিশ্বাসঘাতকদের এই দলের বিরুদ্ধে লড়াইয়ে পিছপা হবে না।

Tag :

Please Share This Post in Your Social Media


৪০ বছর ধরে অপেক্ষা করছি, আর না : এরদোগান

Update Time : ০৪:৩২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিতে তুরস্ক ৪০ বছর ধরে অপেক্ষা করছে, আর নয়। ইইউতে যোগ দিতে তুরস্ক আর নতুন কোনো শর্ত বা দাবি মেনে নেবে না।

রোববার (১ অক্টোবর) তুরস্কের নতুন পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে দেওয়া এক ভাষণে এরদোগান বলেন, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার জন্য আমরা সব ধরনের অঙ্গীকার পূরণ করেছি। কিন্তু তারা এখনো আমাদের জোটের অন্তর্ভুক্ত করেনি।

এনডিটিভি জানিয়েছে, ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসের (ইসিএইচআর) গত বৃহস্পতিবারের একটি রায়ের কারণে এরদোয়ান তার ক্ষোভ ঝাড়েন। ২০১৬ সালের অভ্যুত্থান ষড়যন্ত্রে জড়িত থাকায় তুরস্ক সম্প্রতি তাকে সাজা দিয়েছে। এরদোগান মনে করেন যুক্তরাষ্ট্রের আশকারায় ফতুল্লা গুলেনের অভ্যুত্থান চেষ্টার সঙ্গে ওই শিক্ষক জড়িত আছেন।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে এতদিন এরদোগান নরম সুরে কথা বললেও সম্প্রতি সেই অবস্থান থেকে সরে এসেছেন তিনি। এর আগে এরদোগান বলেছিলেন, (তুরস্ক) বিশ্বাসঘাতকদের এই দলের বিরুদ্ধে লড়াইয়ে পিছপা হবে না।