পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

  • Update Time : ০৪:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / 109

আন্তর্জাতিক ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরে একের পর এক সহিংস হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। এসব হামলায় শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। সবশেষ গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। খবর আলজাজিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শহরের নুর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছে। রোববারের হামলায় নিহতরা হলেন, আসিদ আবু আলি (২১) এবং আব্দুল রহমান আবু দাগাশ (৩২)। এ ছাড়া হামলায় শরণার্থী শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে ইসরায়েলি সেনাদের দাবি, নুর শামস শরণার্থী শিবিরে থাকা একটি জঙ্গি কমান্ড সেন্টার ও বোমা রাখার স্থান ধ্বংসে এ অভিযান চালানো হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।

গত ১৮ মাস ধরে পশ্চিম তীরকেন্দ্রিক হামলা জোরদার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা বলছে, ফিলিস্তিনি যোদ্ধাদের দমন এবং ভবিষ্যৎ হামলা প্রচেষ্টা ব্যর্থ করতেই এসব হামলা চালাচ্ছে ইসরায়েল।

গত জুলাই মাসে অধিকৃত পশ্চিম তীরে স্মরণকালের সবচেয়ে বড় হামলা চালায় ইসরায়েল। সেবারের হামলায় জেনিন শরণার্থী শিবিরে অন্তত ১২ জন নিহত এবং প্রায় ১০০ মানুষ আহত হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। বিপরীতে ইসরায়েলের মারা গেছে মাত্র ২৭ জন। অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ফিলিস্তিনি এলাকায় হাজার হাজার বসতি নির্মাণ করে আসছে ইসরায়েল।

Tag :

Please Share This Post in Your Social Media


পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

Update Time : ০৪:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরে একের পর এক সহিংস হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। এসব হামলায় শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। সবশেষ গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। খবর আলজাজিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শহরের নুর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছে। রোববারের হামলায় নিহতরা হলেন, আসিদ আবু আলি (২১) এবং আব্দুল রহমান আবু দাগাশ (৩২)। এ ছাড়া হামলায় শরণার্থী শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে ইসরায়েলি সেনাদের দাবি, নুর শামস শরণার্থী শিবিরে থাকা একটি জঙ্গি কমান্ড সেন্টার ও বোমা রাখার স্থান ধ্বংসে এ অভিযান চালানো হয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।

গত ১৮ মাস ধরে পশ্চিম তীরকেন্দ্রিক হামলা জোরদার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা বলছে, ফিলিস্তিনি যোদ্ধাদের দমন এবং ভবিষ্যৎ হামলা প্রচেষ্টা ব্যর্থ করতেই এসব হামলা চালাচ্ছে ইসরায়েল।

গত জুলাই মাসে অধিকৃত পশ্চিম তীরে স্মরণকালের সবচেয়ে বড় হামলা চালায় ইসরায়েল। সেবারের হামলায় জেনিন শরণার্থী শিবিরে অন্তত ১২ জন নিহত এবং প্রায় ১০০ মানুষ আহত হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। বিপরীতে ইসরায়েলের মারা গেছে মাত্র ২৭ জন। অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ফিলিস্তিনি এলাকায় হাজার হাজার বসতি নির্মাণ করে আসছে ইসরায়েল।