রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

  • Update Time : ১২:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • / 129

আন্তর্জাতিক ডেস্ক

ক্রিমিয়ার সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার রাশিয়া বলেছে, হামলার পর এক সেনা নিখোঁজ রয়েছেন।

তবে সর্বশেষ এ হামলার বিষয়ে কিয়েভ এখনও কোনও মন্তব্য করেনি। খবর বিবিসি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, একটি শিপইয়ার্ড থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়ায় ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলার পর এক সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। প্রথমে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সেনা নিহতের কথা বলা হলেও পরে নিখোঁজের কথা জানানো হয়।

স্থানীয় রুশপন্থি গভর্নর মিখাই রাজভোজায়েভ বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, আরেকটি হামলা হতে পারে। লোকজনকে ঘরের ভেতর থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

চলমান যুদ্ধে রুশ নৌবহরে সবচেয়ে বড় ইউক্রেনীয় আঘাতের মাত্র দশদিন পরেই এই হামলা চালানো হলো।

হামলার পর সেভাস্তোপোল শহরে বিমান হামলা সতর্ক সংকেত বেজে ওঠে। গভর্নর মিখাই রাজভোজায়েভ বলেছেন, সংকেত প্রত্যাহার করা হয়েছে। কিন্তু বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, সবার মনোযোগ আকর্ষণ করছি! আরেকটি হামলা হতে পারে। দয়া করে কেউ শহরের মূল কেন্দ্রে যাবেন না। ভবন থেকে বের হবেন না।

অপর এক পোস্টে তিনি বলেছেন, দমকল কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সব পদক্ষেপ নিচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media


রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা

Update Time : ১২:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ক্রিমিয়ার সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার রাশিয়া বলেছে, হামলার পর এক সেনা নিখোঁজ রয়েছেন।

তবে সর্বশেষ এ হামলার বিষয়ে কিয়েভ এখনও কোনও মন্তব্য করেনি। খবর বিবিসি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, একটি শিপইয়ার্ড থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়ায় ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলার পর এক সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। প্রথমে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সেনা নিহতের কথা বলা হলেও পরে নিখোঁজের কথা জানানো হয়।

স্থানীয় রুশপন্থি গভর্নর মিখাই রাজভোজায়েভ বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, আরেকটি হামলা হতে পারে। লোকজনকে ঘরের ভেতর থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

চলমান যুদ্ধে রুশ নৌবহরে সবচেয়ে বড় ইউক্রেনীয় আঘাতের মাত্র দশদিন পরেই এই হামলা চালানো হলো।

হামলার পর সেভাস্তোপোল শহরে বিমান হামলা সতর্ক সংকেত বেজে ওঠে। গভর্নর মিখাই রাজভোজায়েভ বলেছেন, সংকেত প্রত্যাহার করা হয়েছে। কিন্তু বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, সবার মনোযোগ আকর্ষণ করছি! আরেকটি হামলা হতে পারে। দয়া করে কেউ শহরের মূল কেন্দ্রে যাবেন না। ভবন থেকে বের হবেন না।

অপর এক পোস্টে তিনি বলেছেন, দমকল কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সব পদক্ষেপ নিচ্ছে।