নাগরিকদের ভারত ভ্রমণে সতর্ক করলো কানাডা

  • Update Time : ১১:৩২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / 122

আন্তর্জাতিক ডেস্ক

শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার টানপোড়নের মধ্যে নাগরিকদের ‘ভারত ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা’ দিয়েছে কানাডা।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, দুই দেশের উত্তেজনার মধ্যে কানাডা আজ ভারতে ভ্রমণে পরামর্শ দিয়েছে।

সতর্কবার্তায় জম্মু ও কাশ্মীরের উল্লেখ করে বলা হয়, ওই এলাকাগুলোর কেন্দ্রশাসিত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। সেখানে সহিংস বিক্ষোভ, নাগরিক অস্থিরতা এবং সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের উচ্চ ঝুঁকি রয়েছে।

ভারতে উত্তর-পূর্বের বিষয়ে ওই বার্তায় বলা হয়েছে, অনেক চরমপন্থি এবং বিদ্রোহী গোষ্ঠী উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এবং মণিপুরে সক্রিয় রয়েছে। তারা নিয়মিত স্থানীয় সরকার এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এবং তাদের কার্যকলাপে অর্থায়নের জন্য বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ করতে পারে। রাজ্যে জাতিগত উত্তেজনাও হতে পারে।

এর আগেও কানাডিয়ান নাগরিকদের আসাম মণিপুরসহ জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বে ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করা হয়েছিল।

এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, তিনি ভারতকে ‘উসকানি’ বা ‘উত্তেজনা বাড়তে চাইছেন না। তবে নয়াদিল্লি বিচ্ছিন্নতাবাদীর হত্যাকাণ্ডকে ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ নিতে চান।

গত ১৮ জুন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক হারদ্বীপ সিংকে ব্রিটিশ কলম্বিয়ায় গুলি করে হত্যা করে দুই মুখোশধারী। তিনি ভারতের পাঞ্জাব প্রদেশকে নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের আন্দোলনের নেতা ছিলেন। তাকে হত্যা করার পর কানাডায় বসবাসরত শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এরপর কানাডিয়ান সরকার ঘোষণা দিয়েছিল, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।

তদন্ত শেষে দেশটির প্রধানমন্ত্রী ট্রুডো বলেছেন, এই হতাক্যাণ্ডের সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে বলে প্রমাণ পেয়েছেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media


নাগরিকদের ভারত ভ্রমণে সতর্ক করলো কানাডা

Update Time : ১১:৩২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার টানপোড়নের মধ্যে নাগরিকদের ‘ভারত ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা’ দিয়েছে কানাডা।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, দুই দেশের উত্তেজনার মধ্যে কানাডা আজ ভারতে ভ্রমণে পরামর্শ দিয়েছে।

সতর্কবার্তায় জম্মু ও কাশ্মীরের উল্লেখ করে বলা হয়, ওই এলাকাগুলোর কেন্দ্রশাসিত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। সেখানে সহিংস বিক্ষোভ, নাগরিক অস্থিরতা এবং সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের উচ্চ ঝুঁকি রয়েছে।

ভারতে উত্তর-পূর্বের বিষয়ে ওই বার্তায় বলা হয়েছে, অনেক চরমপন্থি এবং বিদ্রোহী গোষ্ঠী উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এবং মণিপুরে সক্রিয় রয়েছে। তারা নিয়মিত স্থানীয় সরকার এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এবং তাদের কার্যকলাপে অর্থায়নের জন্য বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ করতে পারে। রাজ্যে জাতিগত উত্তেজনাও হতে পারে।

এর আগেও কানাডিয়ান নাগরিকদের আসাম মণিপুরসহ জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বে ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করা হয়েছিল।

এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, তিনি ভারতকে ‘উসকানি’ বা ‘উত্তেজনা বাড়তে চাইছেন না। তবে নয়াদিল্লি বিচ্ছিন্নতাবাদীর হত্যাকাণ্ডকে ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ নিতে চান।

গত ১৮ জুন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক হারদ্বীপ সিংকে ব্রিটিশ কলম্বিয়ায় গুলি করে হত্যা করে দুই মুখোশধারী। তিনি ভারতের পাঞ্জাব প্রদেশকে নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের আন্দোলনের নেতা ছিলেন। তাকে হত্যা করার পর কানাডায় বসবাসরত শিখ সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এরপর কানাডিয়ান সরকার ঘোষণা দিয়েছিল, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।

তদন্ত শেষে দেশটির প্রধানমন্ত্রী ট্রুডো বলেছেন, এই হতাক্যাণ্ডের সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে বলে প্রমাণ পেয়েছেন তারা।