পাকিস্তানের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন কাজী ফয়েজ

  • Update Time : ০২:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / 120

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের ২৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি কাজী ফয়েজ ঈসা। গত শনিবার প্রধান বিচারপতি উমর আত্তা বান্দিয়াল অবসরে গেলে তার স্থলাভিষিক্ত হন বিচারপতি কাজী ফয়েজ ঈসা। খবর ডনের।

রোববার (১৭ সেপ্টেম্বর) ইসলামাবাদের প্রেসিডেন্টর বাসভবনে এক অনুষ্ঠানে বিচারপতি কাজী ফয়েজ ঈসাকে শপথ পড়ান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার ও সেনাপ্রধান অসীম মুনিরসহ সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৮০-এর দশকে বেলুচিস্তান থেকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন বিচারপতি কাজী ফয়েজ। এরপর দীর্ঘ ২৭ বছর হাইকোর্ট, ফেডারেল শরিয়ত আদালত ও সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন তিনি।

পরবর্তীতে তিনি বেলুচিস্তান হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, সিন্ধু হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন সময় বেলুচিস্তানের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে অ্যামিকাস কিউরি হিসেবেও কাজ করেন কাজী ফয়েজ। এরপর ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


পাকিস্তানের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন কাজী ফয়েজ

Update Time : ০২:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের ২৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি কাজী ফয়েজ ঈসা। গত শনিবার প্রধান বিচারপতি উমর আত্তা বান্দিয়াল অবসরে গেলে তার স্থলাভিষিক্ত হন বিচারপতি কাজী ফয়েজ ঈসা। খবর ডনের।

রোববার (১৭ সেপ্টেম্বর) ইসলামাবাদের প্রেসিডেন্টর বাসভবনে এক অনুষ্ঠানে বিচারপতি কাজী ফয়েজ ঈসাকে শপথ পড়ান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার ও সেনাপ্রধান অসীম মুনিরসহ সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৮০-এর দশকে বেলুচিস্তান থেকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন বিচারপতি কাজী ফয়েজ। এরপর দীর্ঘ ২৭ বছর হাইকোর্ট, ফেডারেল শরিয়ত আদালত ও সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন তিনি।

পরবর্তীতে তিনি বেলুচিস্তান হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, সিন্ধু হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন সময় বেলুচিস্তানের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে অ্যামিকাস কিউরি হিসেবেও কাজ করেন কাজী ফয়েজ। এরপর ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।