ঠিক হয়নি বিমান, ভারতেই রয়ে গেছেন ট্রুডো

  • Update Time : ০৪:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • / 178

আন্তর্জাতিক ডেস্ক

জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সম্মেলন শেষ করে রোববার ভারত ছাড়ার কথা ছিল তার। তবে বিমানে ত্রুটি দেখা দেওয়ায় এখনও ভারত ছাড়তে পারেননি তিনি।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, কানাডা থেকে ব্যাকআপ বিমান আসছে। সেই বিমানে স্পেয়ার পার্টসও আসছে। এটি দিয়ে বিমান সারাবার চেষ্টা হবে বলে সরকারি কর্মকর্তারা ব্লুমবার্গকে জানিয়েছেন।

ট্রুডোর সঙ্গে তার প্রতিনিধিদলের সদস্যরাও আটকে পড়েছেন। সারাতে অসুবিধা হলে ব্যাকআপ বিমানেই দেশে ফিরবেন কানাডার প্রধানমন্ত্রী।

সংবাদসংস্থা এএফপিকে দিল্লিতে কানাডার দূতাবাসের তরফ থেকে ট্রুডোর অফিসের জারি করা একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এই বিমানের দেখভাল করে কানাডার বিমানবাহিনী। তারা জানিয়েছে, বিমানে কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে, যা রাতারাতি সারানো সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিনিধিদল দিল্লিতে থাকবেন।

ট্রুডোর অফিস বলেছে, খুব তাড়াতাড়ি হলে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ভারত ছাড়তে পারেন।

ডয়চে ভেলে জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রীর ভারত-সফর এবার খুব একটা মসৃন হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, কানাডায় ভারত-বিরোধী সন্ত্রাসীদের বিক্ষোভ দেখাতে দেওয়া হচ্ছে। মোদি এখানে খালিস্তানপন্থিদের বিক্ষোভের কথাই বলছেন।

ট্রুডোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আবার বলেছেন, ভারত কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

মোদি ও ট্রুডোর মধ্যে বৈঠকও হয়নি। দুজনে জি-২০ এর সাইডলাইনে কিছুক্ষণ কথা বলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ঠিক হয়নি বিমান, ভারতেই রয়ে গেছেন ট্রুডো

Update Time : ০৪:৪১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সম্মেলন শেষ করে রোববার ভারত ছাড়ার কথা ছিল তার। তবে বিমানে ত্রুটি দেখা দেওয়ায় এখনও ভারত ছাড়তে পারেননি তিনি।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, কানাডা থেকে ব্যাকআপ বিমান আসছে। সেই বিমানে স্পেয়ার পার্টসও আসছে। এটি দিয়ে বিমান সারাবার চেষ্টা হবে বলে সরকারি কর্মকর্তারা ব্লুমবার্গকে জানিয়েছেন।

ট্রুডোর সঙ্গে তার প্রতিনিধিদলের সদস্যরাও আটকে পড়েছেন। সারাতে অসুবিধা হলে ব্যাকআপ বিমানেই দেশে ফিরবেন কানাডার প্রধানমন্ত্রী।

সংবাদসংস্থা এএফপিকে দিল্লিতে কানাডার দূতাবাসের তরফ থেকে ট্রুডোর অফিসের জারি করা একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এই বিমানের দেখভাল করে কানাডার বিমানবাহিনী। তারা জানিয়েছে, বিমানে কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে, যা রাতারাতি সারানো সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিনিধিদল দিল্লিতে থাকবেন।

ট্রুডোর অফিস বলেছে, খুব তাড়াতাড়ি হলে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ভারত ছাড়তে পারেন।

ডয়চে ভেলে জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রীর ভারত-সফর এবার খুব একটা মসৃন হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, কানাডায় ভারত-বিরোধী সন্ত্রাসীদের বিক্ষোভ দেখাতে দেওয়া হচ্ছে। মোদি এখানে খালিস্তানপন্থিদের বিক্ষোভের কথাই বলছেন।

ট্রুডোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আবার বলেছেন, ভারত কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

মোদি ও ট্রুডোর মধ্যে বৈঠকও হয়নি। দুজনে জি-২০ এর সাইডলাইনে কিছুক্ষণ কথা বলেন।