মেক্সিকোতে বন্দুক হামলায় ৩ পর্যটক আহত

  • Update Time : ১২:১৫:০০ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / 116

আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকোর উত্তরাঞ্চলে বন্দুক হামলায় অন্তত তিন পর্যটক নিহত হয়েছেন। শনিবার মেক্সিকান ও আমেরিকান নাগরিকদের বহনকারী একটি গাড়িতে সশস্ত্র হামলায় তারা আহত হন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকালে মেক্সিকোর সীমান্তবর্তী তামাওলিপাস স্টেটের মিগেল আলেমান শহরের রোমা সেতু এলাকায় এ হামলা হয়। এ সময় পর্যটক কাফেলায় দুটি গাড়িতে ১৬ জন মেক্সিকার এবং ৪ জন আমেরকিান পর্যটক ছিলেন। তারা যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরু করেছিলেন। এ ঘটনার নিন্দা জানিয়েছেন আইএনএম।

আইএনএম জানিয়েছে, আহতদের তিনজনই মেক্সিকোর নাগরিক। তাদের মধ্যে এক নারীর পেছনে দুটি গুলি লেগেছে। এ ছাড়া ৬২ বছর বয়সী এক বৃদ্ধের পায়ে ও ৭০ বছর বয়সী এক বৃদ্ধের আঙুলে গুলি লেগেছে।

সংস্থাটি জানিয়েছে, ওই কাফেলায় থাকা ব্যক্তিদের চার আমেরিকান নাগরিকদের মধ্যে তিনজন ডালাস ও একজন আটলান্টা থেকে এসেছিলেন। তাদের মধ্যে দুজনের বয়স ২৩ এবং ২১ বছর। বাকি দুজনের একজন ১৪ বছর ও একজন ১৯ মাস বয়সী শিশু। তবে আহতদের মধ্যে আমেরিকার কোনো নাগরিক নেই।

যুক্তরাষ্ট্র সরকারের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, সাতজন সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল কাফেলাটিতে হামলা চালায়। এ সময়ে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সীমান্তবর্তী রোমা বন্দর এলাকায় এ হামলা হয় বলেও জানান ওই কর্মকর্তা।

তামাওলিপাসের নিরাপত্তা কর্মকর্তারা এক এক্স বার্তায় (সাবেক টুইটার) জানান, বন্দুক হামলার কারণে নার্ভার্স হওয়ায় ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া হামলায় তিনজন আহত হয়েছেন।

তামাওলিপাস মূলত মেক্সিকোতে মাদক ও মানব পাচারের জন্য অন্যতম দুর্ধর্ষ এলাকা হিসেবে পরিচিত। গত মার্চ মাসে এ এলাকায় চার আমেরিকান নাগরিককে অপহরণ করা হয়। তাদের মধ্যে দুজনকে হত্যা আর বাকি দুজনকে পরে মুক্তি দেয় সন্ত্রাসীরা।

Tag :

Please Share This Post in Your Social Media


মেক্সিকোতে বন্দুক হামলায় ৩ পর্যটক আহত

Update Time : ১২:১৫:০০ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকোর উত্তরাঞ্চলে বন্দুক হামলায় অন্তত তিন পর্যটক নিহত হয়েছেন। শনিবার মেক্সিকান ও আমেরিকান নাগরিকদের বহনকারী একটি গাড়িতে সশস্ত্র হামলায় তারা আহত হন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকালে মেক্সিকোর সীমান্তবর্তী তামাওলিপাস স্টেটের মিগেল আলেমান শহরের রোমা সেতু এলাকায় এ হামলা হয়। এ সময় পর্যটক কাফেলায় দুটি গাড়িতে ১৬ জন মেক্সিকার এবং ৪ জন আমেরকিান পর্যটক ছিলেন। তারা যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরু করেছিলেন। এ ঘটনার নিন্দা জানিয়েছেন আইএনএম।

আইএনএম জানিয়েছে, আহতদের তিনজনই মেক্সিকোর নাগরিক। তাদের মধ্যে এক নারীর পেছনে দুটি গুলি লেগেছে। এ ছাড়া ৬২ বছর বয়সী এক বৃদ্ধের পায়ে ও ৭০ বছর বয়সী এক বৃদ্ধের আঙুলে গুলি লেগেছে।

সংস্থাটি জানিয়েছে, ওই কাফেলায় থাকা ব্যক্তিদের চার আমেরিকান নাগরিকদের মধ্যে তিনজন ডালাস ও একজন আটলান্টা থেকে এসেছিলেন। তাদের মধ্যে দুজনের বয়স ২৩ এবং ২১ বছর। বাকি দুজনের একজন ১৪ বছর ও একজন ১৯ মাস বয়সী শিশু। তবে আহতদের মধ্যে আমেরিকার কোনো নাগরিক নেই।

যুক্তরাষ্ট্র সরকারের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, সাতজন সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল কাফেলাটিতে হামলা চালায়। এ সময়ে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। সীমান্তবর্তী রোমা বন্দর এলাকায় এ হামলা হয় বলেও জানান ওই কর্মকর্তা।

তামাওলিপাসের নিরাপত্তা কর্মকর্তারা এক এক্স বার্তায় (সাবেক টুইটার) জানান, বন্দুক হামলার কারণে নার্ভার্স হওয়ায় ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া হামলায় তিনজন আহত হয়েছেন।

তামাওলিপাস মূলত মেক্সিকোতে মাদক ও মানব পাচারের জন্য অন্যতম দুর্ধর্ষ এলাকা হিসেবে পরিচিত। গত মার্চ মাসে এ এলাকায় চার আমেরিকান নাগরিককে অপহরণ করা হয়। তাদের মধ্যে দুজনকে হত্যা আর বাকি দুজনকে পরে মুক্তি দেয় সন্ত্রাসীরা।