বাহরাইনে দূতাবাস খুলল ইসরায়েল, পরবর্তী টার্গেট সৌদি

  • Update Time : ১১:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • / 147

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করার তিন বছরের মাথায় বাহরাইনে আনুষ্ঠানিকভাবে দূতাবাস খুলেছে ইসরায়েল। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলি এই দূতাবাস উদ্বোধন করা হয়। খবর রয়টার্সের।

দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল জায়ানি উপস্থিত ছিলেন। এ ছাড়া এ সময় ইসরায়েলি ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল।

এলি কোহেন বলেন, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও আমি একমত হয়েছি, দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা, পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একসঙ্গে কাজ করা উচিত।

এ সময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল জায়ানি বলেন, এ অঞ্চলের সব মানুষের নিরাপত্তা ও সমৃদ্ধির প্রতি আমাদের যে যৌথ অঙ্গীকার, তা দূতাবাসের উদ্বোধনের মাধ্যমে প্রদর্শিত হয়েছে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির আওতায় চার আরব দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। এই চার দেশের মধ্যে গতকাল রোববার প্রথম কোনো দেশ সফরে যান এলি কোহেন।

শুধু আরব দেশ নয়, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবকে চাপ দিয়ে আসছে ইসরায়েলি মিত্র যুক্তরাষ্ট্র। আব্রাহাম চুক্তির মতো রিয়াদকেও একই ধরনের চুক্তির কথা বলে আসছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র যদি এমনটা সত্যিই করতে পারে তাহলে সেটি হবে তাদের জন্য অনেক বড় কূটনৈতিক বিজয়।

তবে মার্কিন চাপের মুখেও এখন পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে আসেনি সৌদি সরকার। ইসরায়েলি-ফিলিস্তিনি বিরোধ নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধানের অংশ হিসেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে আসছে রিয়াদ।

Tag :

Please Share This Post in Your Social Media


বাহরাইনে দূতাবাস খুলল ইসরায়েল, পরবর্তী টার্গেট সৌদি

Update Time : ১১:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করার তিন বছরের মাথায় বাহরাইনে আনুষ্ঠানিকভাবে দূতাবাস খুলেছে ইসরায়েল। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলি এই দূতাবাস উদ্বোধন করা হয়। খবর রয়টার্সের।

দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল জায়ানি উপস্থিত ছিলেন। এ ছাড়া এ সময় ইসরায়েলি ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল।

এলি কোহেন বলেন, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও আমি একমত হয়েছি, দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা, পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একসঙ্গে কাজ করা উচিত।

এ সময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল জায়ানি বলেন, এ অঞ্চলের সব মানুষের নিরাপত্তা ও সমৃদ্ধির প্রতি আমাদের যে যৌথ অঙ্গীকার, তা দূতাবাসের উদ্বোধনের মাধ্যমে প্রদর্শিত হয়েছে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির আওতায় চার আরব দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। এই চার দেশের মধ্যে গতকাল রোববার প্রথম কোনো দেশ সফরে যান এলি কোহেন।

শুধু আরব দেশ নয়, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবকে চাপ দিয়ে আসছে ইসরায়েলি মিত্র যুক্তরাষ্ট্র। আব্রাহাম চুক্তির মতো রিয়াদকেও একই ধরনের চুক্তির কথা বলে আসছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র যদি এমনটা সত্যিই করতে পারে তাহলে সেটি হবে তাদের জন্য অনেক বড় কূটনৈতিক বিজয়।

তবে মার্কিন চাপের মুখেও এখন পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে আসেনি সৌদি সরকার। ইসরায়েলি-ফিলিস্তিনি বিরোধ নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধানের অংশ হিসেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে আসছে রিয়াদ।