উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের সতর্কবাতা

  • Update Time : ০৮:৪৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • / 149

আন্তর্জাতিক ডেস্ক

এবার উত্তর কোরিয়াকে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনে আগ্রাসনে রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করায় পিইংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে উদ্বেগ বাড়ায় এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার (৩০ আগস্ট) হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিবরি বলেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। আমরা পিইংইয়ংকে রাশিয়ার সঙ্গে অস্ত্রসংক্রান্ত আলোচনা বন্ধ করার ও তাদের কাছে বিক্রি না করার জন্য আহ্বান জানাচ্ছি।

কিবরি বলেন, গত জুলাইয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই সইগু উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময়ে তিনি মস্কোর কাছে অস্ত্র ও গোলাবারুদ বিক্রির অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেন। গোয়েন্দা সূত্রের মাধ্যমে এ তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে সেই সূত্রের কথা প্রকাশ করেনি হোয়াইট হাউস।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্র তার প্রতিদ্বন্দ্বী চীনসহ বিভিন্ন দেশকে সতর্ক করে আসছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিম জং উনের সম্পর্ক মজবুত করতে পত্রবিনিময়ের পরপরই এমন মন্তব্য করেছে হোয়াইট হাউস।

পত্র পাঠানোর পর এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমি নিশ্চিত যে আমরা আমাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ‍দুই দেশের নাগরিকদের ভালোর জন্য আরও মজবুত করব। আমরা কোরিয়া উপদ্বীপ এবং এশিয়ার উত্তরাঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে পরস্পর সহযোগিতা আরও জোরদার করব।

যুক্তরাষ্ট্র সম্ভাব্য অস্ত্রচুক্তি ছাড়াও গত বছরে উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় জাহাজে গোলাবারুদ পাঠানোর অভিযোগ করেছিল।

কিবরি বলেন, কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের নতুন তথ্য বলছে, আগামী মাসে এ বিষয়ে আরও উচ্চপর্যায়ের বৈঠক হবে।

কিবরির এ বক্তব্য নিয়ে নিউইয়র্কে রাশিয়া ও কোরিয়ান মিশন রয়টার্সকে কোনো মন্তব্য করনি। তারা উভয়ে এ অভিযোগকে অস্বীকার করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media


উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের সতর্কবাতা

Update Time : ০৮:৪৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

এবার উত্তর কোরিয়াকে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনে আগ্রাসনে রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করায় পিইংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে উদ্বেগ বাড়ায় এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার (৩০ আগস্ট) হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিবরি বলেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। আমরা পিইংইয়ংকে রাশিয়ার সঙ্গে অস্ত্রসংক্রান্ত আলোচনা বন্ধ করার ও তাদের কাছে বিক্রি না করার জন্য আহ্বান জানাচ্ছি।

কিবরি বলেন, গত জুলাইয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই সইগু উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময়ে তিনি মস্কোর কাছে অস্ত্র ও গোলাবারুদ বিক্রির অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেন। গোয়েন্দা সূত্রের মাধ্যমে এ তথ্য পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে সেই সূত্রের কথা প্রকাশ করেনি হোয়াইট হাউস।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্র তার প্রতিদ্বন্দ্বী চীনসহ বিভিন্ন দেশকে সতর্ক করে আসছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিম জং উনের সম্পর্ক মজবুত করতে পত্রবিনিময়ের পরপরই এমন মন্তব্য করেছে হোয়াইট হাউস।

পত্র পাঠানোর পর এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমি নিশ্চিত যে আমরা আমাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ‍দুই দেশের নাগরিকদের ভালোর জন্য আরও মজবুত করব। আমরা কোরিয়া উপদ্বীপ এবং এশিয়ার উত্তরাঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে পরস্পর সহযোগিতা আরও জোরদার করব।

যুক্তরাষ্ট্র সম্ভাব্য অস্ত্রচুক্তি ছাড়াও গত বছরে উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় জাহাজে গোলাবারুদ পাঠানোর অভিযোগ করেছিল।

কিবরি বলেন, কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের নতুন তথ্য বলছে, আগামী মাসে এ বিষয়ে আরও উচ্চপর্যায়ের বৈঠক হবে।

কিবরির এ বক্তব্য নিয়ে নিউইয়র্কে রাশিয়া ও কোরিয়ান মিশন রয়টার্সকে কোনো মন্তব্য করনি। তারা উভয়ে এ অভিযোগকে অস্বীকার করেছে।