কঙ্গোতে গির্জায় হামলা, নিহত ১৪

  • Update Time : ১০:২২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / 100

আন্তর্জাতিক ডেস্ক

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে একটি গির্জায় হামলা হয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, রোবাবার (২৭ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ লুতফিতে একটি সন্ত্রাসী দল এ হামলা চালায়।

হামলার পরদিন গতকাল সোমবার দেশটির স্থানীয় কর্মকর্তা ও সিভিল সোসাইটির এক নেতা বলেন, হামলার সময়ে লোকজন গির্জায় প্রার্থনা করছিলেন।

অঞ্চল প্রশাসক রুফিন মাপেলা ও সিভিল সোসাইটির নেতা ডিউডন লোসা জানান, হামলার পেছনে সন্ত্রাসী গ্রুপ দ্য কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গো (সিওডিইসিও) দায়ী। দেশটির পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে যে কয়েকটি দলের মধ্যে বিরোধ চলছে তার মধ্যে এ দলটি অন্যতম।

প্রশাসক লোসা বলেন, তারা যখন প্রার্থনা করছিলেন; তখন দুভার্গ্যজনকভাবে সিওডিইসিও তাদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে ৯জন বেসামরিক লোক ও চারজন আততায়ী এবং এক সেনা নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, লেক আলবার্টের তীরবর্তী মেসা কেপাক ও আউমোপরো গির্জায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

লুতরি সেনাবাহিনীর মুখপাত্র জুলেস গঙ্গো সিকুন্দি বলেন, আমরা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। সেনাবাহিনী সন্ত্রাসীদের চিহ্নিত করতে কঠোর অবস্থানে রয়েছে।

কঙ্গোর এ অঞ্চলে লেন্দুর কৃষকদের সঙ্গে হেমার পশুপালকদের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। এ দুপক্ষের দ্বন্দ্বের বড় সুযোগ নিচ্ছে সিওডিইসিও বাহিনীর সন্ত্রাসীরা।

জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে, সিওডিইসিও সন্ত্রাসীদের আধিপত্যের কারণে লুতফি প্রদেশে মানবিক সংকট দেখা দিয়েছে। এ প্রদেশের অন্তত ৩০ লাখ লোকের ব্যাপক সাহায্যের প্রয়োজন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


কঙ্গোতে গির্জায় হামলা, নিহত ১৪

Update Time : ১০:২২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে একটি গির্জায় হামলা হয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, রোবাবার (২৭ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ লুতফিতে একটি সন্ত্রাসী দল এ হামলা চালায়।

হামলার পরদিন গতকাল সোমবার দেশটির স্থানীয় কর্মকর্তা ও সিভিল সোসাইটির এক নেতা বলেন, হামলার সময়ে লোকজন গির্জায় প্রার্থনা করছিলেন।

অঞ্চল প্রশাসক রুফিন মাপেলা ও সিভিল সোসাইটির নেতা ডিউডন লোসা জানান, হামলার পেছনে সন্ত্রাসী গ্রুপ দ্য কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গো (সিওডিইসিও) দায়ী। দেশটির পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে যে কয়েকটি দলের মধ্যে বিরোধ চলছে তার মধ্যে এ দলটি অন্যতম।

প্রশাসক লোসা বলেন, তারা যখন প্রার্থনা করছিলেন; তখন দুভার্গ্যজনকভাবে সিওডিইসিও তাদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে ৯জন বেসামরিক লোক ও চারজন আততায়ী এবং এক সেনা নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, লেক আলবার্টের তীরবর্তী মেসা কেপাক ও আউমোপরো গির্জায় সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

লুতরি সেনাবাহিনীর মুখপাত্র জুলেস গঙ্গো সিকুন্দি বলেন, আমরা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। সেনাবাহিনী সন্ত্রাসীদের চিহ্নিত করতে কঠোর অবস্থানে রয়েছে।

কঙ্গোর এ অঞ্চলে লেন্দুর কৃষকদের সঙ্গে হেমার পশুপালকদের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। এ দুপক্ষের দ্বন্দ্বের বড় সুযোগ নিচ্ছে সিওডিইসিও বাহিনীর সন্ত্রাসীরা।

জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে, সিওডিইসিও সন্ত্রাসীদের আধিপত্যের কারণে লুতফি প্রদেশে মানবিক সংকট দেখা দিয়েছে। এ প্রদেশের অন্তত ৩০ লাখ লোকের ব্যাপক সাহায্যের প্রয়োজন রয়েছে।