চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ার পরই হাসপাতালে রুশ বিজ্ঞানী

  • Update Time : ০৪:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / 144

আন্তর্জাতিক ডেস্ক

৪৭ বছর পর রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ব্যর্থ হয়েছে। চাঁদে অবতরণের আগে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় রুশ মহাকাশযান লুনা-২৫। এর পরই এ মিশনে কাজ করা শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীদের একজনকে মস্কোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শারীরিক জটিলতার কারণে শনিবার ৯০ বছর বয়সী মিখাইল মারোভকে হাসপাতালে নেয়া হয়েছে।

এ জ্যোতির্বিজ্ঞানী নিউজ চ্যানেল আরবিসি এবং মস্কোভস্কি কমসোমোলেটস সংবাদপত্রকে জানান, চন্দ্রাভিযানের ব্যর্থতা এতটাই বিধ্বংসী ছিল যে এটি তার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে।

ক্রেমলিনের কাছাকাছি অবস্থিত সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে তিনি সাংবাদিকদের বলেন, আমি পর্যবেক্ষণে আছি। আমি কীভাবে চিন্তা করবো না, এটি মূলত জীবনের প্রশ্ন। এটি খুবই জটিল।

তিনি আরও বলেন, বিষয়টি দুঃখজনক যে, আমরা অবতরণ করতে ব্যর্থ হয়েছি। আমাদের চন্দ্র কর্মসূচির পুনরুজ্জীবন দেখার এটাই সম্ভবত আমার শেষ সুযোগ ছিলো।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তে বেরিয়ে আসবে এবং পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান এ বিজ্ঞানী।

এর আগে এক বিবৃতিতে রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন (রোসকসমস) জানায়, শনিবার লুনা-২৫ একটি অপ্রত্যাশিত কক্ষপথে চলে যায় এবং চাঁদের পৃষ্ঠের সাথে সংঘর্ষের ফলে অস্তিত্ব হারায়।

লুনা-২৫ অভিযানের মধ্যদিকে মস্কো তার সোভিয়েত যুগের লুনা প্রোগ্রামে ফিরে যাবে, এমনটাই ধারণা ছিলো সংশ্লিষ্টদের। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া স্বাধীনভাবে মহাকাশে নিজের দাপট ধরে রাখতে এ উদ্যোগ নিয়েছিল।

সবশেষ ১৯৭৬ সালে লুনা-২৪ মিশনের পর থেকে চাঁদে যাওয়ার প্রচেষ্টা চালায়নি রাশিয়া।

Tag :

Please Share This Post in Your Social Media


চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ার পরই হাসপাতালে রুশ বিজ্ঞানী

Update Time : ০৪:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

৪৭ বছর পর রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান ব্যর্থ হয়েছে। চাঁদে অবতরণের আগে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় রুশ মহাকাশযান লুনা-২৫। এর পরই এ মিশনে কাজ করা শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীদের একজনকে মস্কোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শারীরিক জটিলতার কারণে শনিবার ৯০ বছর বয়সী মিখাইল মারোভকে হাসপাতালে নেয়া হয়েছে।

এ জ্যোতির্বিজ্ঞানী নিউজ চ্যানেল আরবিসি এবং মস্কোভস্কি কমসোমোলেটস সংবাদপত্রকে জানান, চন্দ্রাভিযানের ব্যর্থতা এতটাই বিধ্বংসী ছিল যে এটি তার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে।

ক্রেমলিনের কাছাকাছি অবস্থিত সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে তিনি সাংবাদিকদের বলেন, আমি পর্যবেক্ষণে আছি। আমি কীভাবে চিন্তা করবো না, এটি মূলত জীবনের প্রশ্ন। এটি খুবই জটিল।

তিনি আরও বলেন, বিষয়টি দুঃখজনক যে, আমরা অবতরণ করতে ব্যর্থ হয়েছি। আমাদের চন্দ্র কর্মসূচির পুনরুজ্জীবন দেখার এটাই সম্ভবত আমার শেষ সুযোগ ছিলো।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তে বেরিয়ে আসবে এবং পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান এ বিজ্ঞানী।

এর আগে এক বিবৃতিতে রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন (রোসকসমস) জানায়, শনিবার লুনা-২৫ একটি অপ্রত্যাশিত কক্ষপথে চলে যায় এবং চাঁদের পৃষ্ঠের সাথে সংঘর্ষের ফলে অস্তিত্ব হারায়।

লুনা-২৫ অভিযানের মধ্যদিকে মস্কো তার সোভিয়েত যুগের লুনা প্রোগ্রামে ফিরে যাবে, এমনটাই ধারণা ছিলো সংশ্লিষ্টদের। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া স্বাধীনভাবে মহাকাশে নিজের দাপট ধরে রাখতে এ উদ্যোগ নিয়েছিল।

সবশেষ ১৯৭৬ সালে লুনা-২৪ মিশনের পর থেকে চাঁদে যাওয়ার প্রচেষ্টা চালায়নি রাশিয়া।