চাঁদে অবতরণের আগেই ‘অস্বাভাবিক পরিস্থিতির’ মুখে রুশ চন্দ্রযান

  • Update Time : ০৯:৪৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / 106

আন্তর্জাতিক ডেস্ক

চাঁদে অবতরণের আগে লুনা-২৫ নামে রাশিয়ার চন্দ্রযানে ‘অস্বাভাবিক পরিস্থিতি’ দেখা দিয়েছে। গতকাল শনিবার (১৯ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ মহাকাশ সংস্থা রসকসমস। খবর আলজাজিরা।

প্রায় ৫০ বছর পর গত ১০ আগস্ট স্থানীয় সময় শুক্ররাব রাত ২টা ১০ মিনিটে ভোস্টোচনি কসমোড্রোম থেকে প্রথবমারের মতো লুনা-২৫ চন্দ্রযান উৎক্ষেপণ করে রাশিয়া। এরপর গত বুধবার মহাকাশযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। আগামীকাল সোমবার চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযানটির অবতরণ করার কথা। এরই মধ্যে মহাকাশযানটিতে এমন পরিস্থিতি দেখা দিল।

শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে রসকসমস জানিয়েছে, চন্দ্রাভিযানের সময় স্বয়ংক্রিয় স্টেশনে একটি অস্বাভাবিক পরিস্থিতি দেখা দেয়। এ কারণে স্টেশন থেকে সুনির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী কাজের অনুমতি দেওয়া হচ্ছে না। তবে বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৯৫৮ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ২৪টি চন্দ্রযান পাঠালেও আধুনিক রাশিয়া এই প্রথম কোনো মহাকাশযান পাঠায়। এই মহাকাশযানটি শতভাগ রুশ প্রযুক্তি দিয়ে তৈরি।

চাঁদের দক্ষিণ মেরুতে বৈজ্ঞানিক গবেষণার কাজ করবে রুশ চন্দ্রযানটি। এতে এমন সব যন্ত্রপাতি দেওয়া হয়েছে যেগুলো চাঁদের মাটি, প্লাজমা ও ধুলা থেকে বিভিন্ন বিরল খনিজ ও পানির উৎস সন্ধানে কাজ করবে। এটি অন্তত এক বছরের মতো চাঁদে অবস্থান করবে।

Tag :

Please Share This Post in Your Social Media


চাঁদে অবতরণের আগেই ‘অস্বাভাবিক পরিস্থিতির’ মুখে রুশ চন্দ্রযান

Update Time : ০৯:৪৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

চাঁদে অবতরণের আগে লুনা-২৫ নামে রাশিয়ার চন্দ্রযানে ‘অস্বাভাবিক পরিস্থিতি’ দেখা দিয়েছে। গতকাল শনিবার (১৯ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ মহাকাশ সংস্থা রসকসমস। খবর আলজাজিরা।

প্রায় ৫০ বছর পর গত ১০ আগস্ট স্থানীয় সময় শুক্ররাব রাত ২টা ১০ মিনিটে ভোস্টোচনি কসমোড্রোম থেকে প্রথবমারের মতো লুনা-২৫ চন্দ্রযান উৎক্ষেপণ করে রাশিয়া। এরপর গত বুধবার মহাকাশযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। আগামীকাল সোমবার চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযানটির অবতরণ করার কথা। এরই মধ্যে মহাকাশযানটিতে এমন পরিস্থিতি দেখা দিল।

শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে রসকসমস জানিয়েছে, চন্দ্রাভিযানের সময় স্বয়ংক্রিয় স্টেশনে একটি অস্বাভাবিক পরিস্থিতি দেখা দেয়। এ কারণে স্টেশন থেকে সুনির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী কাজের অনুমতি দেওয়া হচ্ছে না। তবে বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৯৫৮ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ২৪টি চন্দ্রযান পাঠালেও আধুনিক রাশিয়া এই প্রথম কোনো মহাকাশযান পাঠায়। এই মহাকাশযানটি শতভাগ রুশ প্রযুক্তি দিয়ে তৈরি।

চাঁদের দক্ষিণ মেরুতে বৈজ্ঞানিক গবেষণার কাজ করবে রুশ চন্দ্রযানটি। এতে এমন সব যন্ত্রপাতি দেওয়া হয়েছে যেগুলো চাঁদের মাটি, প্লাজমা ও ধুলা থেকে বিভিন্ন বিরল খনিজ ও পানির উৎস সন্ধানে কাজ করবে। এটি অন্তত এক বছরের মতো চাঁদে অবস্থান করবে।