সাগরে অভিবাসী নৌকার ইঞ্জিন হঠাৎ বন্ধ, মৃত্যুর মুখে ৬০

  • Update Time : ০৯:২৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • / 123

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকায় কেপভার্দে উপকূলে অভিবাসীদের নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে সাগরে ভাসতে থাকায় ৬০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কেপভার্দের সাল দ্বীপে অভিবাসীবাহী একটি নৌকা থেকে ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে শিশুও রয়েছেন। উদ্ধারের অভিযানের বিভিন্ন ছবিতে দেখা গেছে, দ্বীপটিতে অনেক অভিবাসীকে স্ট্রেচারে করে আনা হয়েছে।

ধারণা করা হচ্ছে, শতাধিক অভিবাসী সেনেগাল থেকে যাত্রা করেছিলেন। যাত্রার পর থেকে তারা এক মাস ধরে সাগরে নৌকায় করে ভেসে বেড়াচ্ছিলেন। কেপভার্দের কর্মকর্তারা এভাবে অভিবাসীদের মৃত্যুরোধে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

পুলিশ এএফপিকে জানিয়েছে, নৌকাটি প্রথম সোমবার (১৪ আগস্ট) শনাক্ত করা হয়। প্রথমে ধারণা করা হয়েছিল নৌকাটি ডুবে গেছে। পরে স্পষ্ট করা হয় যে এটি ভেসে বেড়াচ্ছে।

সাগরে অভিবাসী নৌকার ইঞ্জিন হঠাৎ বন্ধ, মৃত্যুর মুখে ৬০
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯০ অভিবাসী গ্রেপ্তার
পুলিশ জানিয়েছে, নৌকাটিকে প্রথম স্পেনের জেলেদের একটি নৌকা শনাক্ত করে। পরে তারা কর্তৃপক্ষকে জানায়। কাঠের তৈরি নৌকাটি কেপভার্দের সাল উপকূল থেকে ৩২০ কিলোমিটার দূরে ভাসছিল।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র জানিয়েছেন, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ১২ থেকে ১৬ বছরের চার শিশু রয়েছে।

সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, গত ১০ জুলাই শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা করেছিল। অভিবাসীদের প্রত্যাবাসনের বিষয়ে কেপভার্দের সঙ্গে যোগাযোগ করেছে মন্ত্রণালয়।

সালের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জোস মোরেইরা জানান, উদ্ধার হওয়া অভিবাসীদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তারা ম্যালেরিয়ার ও পানিশূন্যতায় ভুগছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


সাগরে অভিবাসী নৌকার ইঞ্জিন হঠাৎ বন্ধ, মৃত্যুর মুখে ৬০

Update Time : ০৯:২৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকায় কেপভার্দে উপকূলে অভিবাসীদের নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে সাগরে ভাসতে থাকায় ৬০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কেপভার্দের সাল দ্বীপে অভিবাসীবাহী একটি নৌকা থেকে ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে শিশুও রয়েছেন। উদ্ধারের অভিযানের বিভিন্ন ছবিতে দেখা গেছে, দ্বীপটিতে অনেক অভিবাসীকে স্ট্রেচারে করে আনা হয়েছে।

ধারণা করা হচ্ছে, শতাধিক অভিবাসী সেনেগাল থেকে যাত্রা করেছিলেন। যাত্রার পর থেকে তারা এক মাস ধরে সাগরে নৌকায় করে ভেসে বেড়াচ্ছিলেন। কেপভার্দের কর্মকর্তারা এভাবে অভিবাসীদের মৃত্যুরোধে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

পুলিশ এএফপিকে জানিয়েছে, নৌকাটি প্রথম সোমবার (১৪ আগস্ট) শনাক্ত করা হয়। প্রথমে ধারণা করা হয়েছিল নৌকাটি ডুবে গেছে। পরে স্পষ্ট করা হয় যে এটি ভেসে বেড়াচ্ছে।

সাগরে অভিবাসী নৌকার ইঞ্জিন হঠাৎ বন্ধ, মৃত্যুর মুখে ৬০
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯০ অভিবাসী গ্রেপ্তার
পুলিশ জানিয়েছে, নৌকাটিকে প্রথম স্পেনের জেলেদের একটি নৌকা শনাক্ত করে। পরে তারা কর্তৃপক্ষকে জানায়। কাঠের তৈরি নৌকাটি কেপভার্দের সাল উপকূল থেকে ৩২০ কিলোমিটার দূরে ভাসছিল।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র জানিয়েছেন, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ১২ থেকে ১৬ বছরের চার শিশু রয়েছে।

সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, গত ১০ জুলাই শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা করেছিল। অভিবাসীদের প্রত্যাবাসনের বিষয়ে কেপভার্দের সঙ্গে যোগাযোগ করেছে মন্ত্রণালয়।

সালের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জোস মোরেইরা জানান, উদ্ধার হওয়া অভিবাসীদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তারা ম্যালেরিয়ার ও পানিশূন্যতায় ভুগছিলেন।