ইতালিতে অভিবাসীবাহী জাহাজ ডুবে নিহত দুই, উদ্ধার ৫৭

  • Update Time : ১০:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / 138

আন্তর্জাতিক ডেস্ক

ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসার কাছে অভিবাসীবাহী দুটি জাহাজডুবির পর দুইজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে।

রোববার বার্তাসংস্থা আনসা জানিয়েছে, তিউনিসিয়ার অভিবাসন সংকটের হটস্পট স্ফ্যাক্স বন্দর থেকে যাত্রা করা জাহাজ দুটি শনিবার ইউরোপে যাওয়ার পথে ডুবে যায়।

একটি জাহাজে ৪৯ জন অন্যটিতে ৪২ জন যাত্রী ছিল। কোস্টগার্ড লাম্পেদুসার ২৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে জীবিতদের উদ্ধার করে কোস্টগার্ড। এসময় এক নারী ও তার শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের একজন মুখপাত্র বলেছেন, তিনি শুধুমাত্র বেঁচে যাওয়াদের সংখ্যা এবং দুটি মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করতে পারেন।

ইতালীয় টহল নৌকা এবং এনজিও গোষ্ঠীগুলোর দ্বারা সমুদ্রে উদ্ধারের পর গত কয়েক দিনে দুই হাজারেরও বেশি মানুষ ল্যাম্পেদুসায় পৌঁছেছে। ঝড়ো বাতাস দ্বীপের চারপাশের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

স্থানীয় গনমাধ্য্যম জানিয়েছে, শুক্রবার প্রায় ২০ অভিবাসী লম্পেদুসায় পৌঁছানোর সময় পাথরের সাথে তাদের নৌকা বিধ্বস্ত হওয়ার পর একটি পাহাড়ে আটকা পড়েছেন। কোস্টগার্ড সমুদ্রপথে বা হেলিকপ্টারের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে পারেনি।

রোববার এনজিও গ্রুপ ওপেন আর্মস সোশ্যাল মিডিয়া এক্স-এ লিখেছে, দু’দিনেরও বেশি সময় ধরে রুক্ষ সমুদ্রে যাত্রা করার পর দক্ষিণ ইতালীয় বন্দর ব্রিন্ডিসিতে ১৯৫ অভিবাসীকে নামানো শুরু করেছে তারা।

অভিবাসীদের সারাদেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ইতালির ডানপন্থী সরকার অভিবাসীদের ল্যাম্পেদুসা বা সিসিলিতে নামতে দেয়ার পরিবর্তে, দাতব্য জাহাজগুলোকে দূরবর্তী বন্দরগুলোতে বরাদ্দ করার নীতি গ্রহণ করেছে।

এনজিওগুলো অভিযোগ করেছে, এটি তাদের নেভিগেশন খরচ বাড়ায় এবং বেঁচে থাকাদের দুর্দশাকে দীর্ঘায়িত করে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এই বছর এখন পর্যন্ত প্রায় ৯২ হাজার অভিবাসী দেশটিতে আগমন করেছেন, যা গত বছর এই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।

Tag :

Please Share This Post in Your Social Media


ইতালিতে অভিবাসীবাহী জাহাজ ডুবে নিহত দুই, উদ্ধার ৫৭

Update Time : ১০:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসার কাছে অভিবাসীবাহী দুটি জাহাজডুবির পর দুইজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে।

রোববার বার্তাসংস্থা আনসা জানিয়েছে, তিউনিসিয়ার অভিবাসন সংকটের হটস্পট স্ফ্যাক্স বন্দর থেকে যাত্রা করা জাহাজ দুটি শনিবার ইউরোপে যাওয়ার পথে ডুবে যায়।

একটি জাহাজে ৪৯ জন অন্যটিতে ৪২ জন যাত্রী ছিল। কোস্টগার্ড লাম্পেদুসার ২৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে জীবিতদের উদ্ধার করে কোস্টগার্ড। এসময় এক নারী ও তার শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের একজন মুখপাত্র বলেছেন, তিনি শুধুমাত্র বেঁচে যাওয়াদের সংখ্যা এবং দুটি মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করতে পারেন।

ইতালীয় টহল নৌকা এবং এনজিও গোষ্ঠীগুলোর দ্বারা সমুদ্রে উদ্ধারের পর গত কয়েক দিনে দুই হাজারেরও বেশি মানুষ ল্যাম্পেদুসায় পৌঁছেছে। ঝড়ো বাতাস দ্বীপের চারপাশের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

স্থানীয় গনমাধ্য্যম জানিয়েছে, শুক্রবার প্রায় ২০ অভিবাসী লম্পেদুসায় পৌঁছানোর সময় পাথরের সাথে তাদের নৌকা বিধ্বস্ত হওয়ার পর একটি পাহাড়ে আটকা পড়েছেন। কোস্টগার্ড সমুদ্রপথে বা হেলিকপ্টারের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে পারেনি।

রোববার এনজিও গ্রুপ ওপেন আর্মস সোশ্যাল মিডিয়া এক্স-এ লিখেছে, দু’দিনেরও বেশি সময় ধরে রুক্ষ সমুদ্রে যাত্রা করার পর দক্ষিণ ইতালীয় বন্দর ব্রিন্ডিসিতে ১৯৫ অভিবাসীকে নামানো শুরু করেছে তারা।

অভিবাসীদের সারাদেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ইতালির ডানপন্থী সরকার অভিবাসীদের ল্যাম্পেদুসা বা সিসিলিতে নামতে দেয়ার পরিবর্তে, দাতব্য জাহাজগুলোকে দূরবর্তী বন্দরগুলোতে বরাদ্দ করার নীতি গ্রহণ করেছে।

এনজিওগুলো অভিযোগ করেছে, এটি তাদের নেভিগেশন খরচ বাড়ায় এবং বেঁচে থাকাদের দুর্দশাকে দীর্ঘায়িত করে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এই বছর এখন পর্যন্ত প্রায় ৯২ হাজার অভিবাসী দেশটিতে আগমন করেছেন, যা গত বছর এই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।