অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি গুলিতে নিহত

  • Update Time : ০৮:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • / 112

আন্তর্জাতিক ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরে রামাল্লার পূর্ব দিকে ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার সকালে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক ঘোষণায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রামাল্লার পূর্ব দিকে বুরকা গ্রামে এক বসতি স্থাপনকারীর গুলিতে কুসাই জামাল মাতান নামে ১৯ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণ নিহত হন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, ইসরায়েলি সেনাদের গুলিতে মাহমুদ আবু সান (১৮) নামে আরেক ফিলিস্তিনি তরুণ নিহত হন। এ সংক্রান্ত এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তুলকার্মে দখলদার বাহিনীর গুলিতে আবু সান নিহত হন। তার শরীরে পাঁচটি গুলি বিদ্ধ হয়।

এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সেনাসদস্যদের টহলের সময় সন্দেহভাজন ব্যক্তিরা বোমার বিস্ফোরণ ঘটায় ও সৈন্যদের লক্ষ্য করে পাথর ছুড়লে জবাবে ইসরায়েলের সেনাসদস্যরা গুলি ছোড়ে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়, দখলদার (ইসরায়েল) বাহিনীর সেনারা একেবারে কাছ থেকে আবু সানের মাথায় গুলি করে।

Tag :

Please Share This Post in Your Social Media


অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি গুলিতে নিহত

Update Time : ০৮:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরে রামাল্লার পূর্ব দিকে ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার সকালে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক ঘোষণায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রামাল্লার পূর্ব দিকে বুরকা গ্রামে এক বসতি স্থাপনকারীর গুলিতে কুসাই জামাল মাতান নামে ১৯ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণ নিহত হন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, ইসরায়েলি সেনাদের গুলিতে মাহমুদ আবু সান (১৮) নামে আরেক ফিলিস্তিনি তরুণ নিহত হন। এ সংক্রান্ত এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তুলকার্মে দখলদার বাহিনীর গুলিতে আবু সান নিহত হন। তার শরীরে পাঁচটি গুলি বিদ্ধ হয়।

এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সেনাসদস্যদের টহলের সময় সন্দেহভাজন ব্যক্তিরা বোমার বিস্ফোরণ ঘটায় ও সৈন্যদের লক্ষ্য করে পাথর ছুড়লে জবাবে ইসরায়েলের সেনাসদস্যরা গুলি ছোড়ে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়, দখলদার (ইসরায়েল) বাহিনীর সেনারা একেবারে কাছ থেকে আবু সানের মাথায় গুলি করে।