পাকিস্তানে রাজনৈতিক দলের সম্মেলনে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩৯

  • Update Time : ১০:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • / 122

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের কর্মী সম্মেলনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে দুই শতাধিক মানুষ। কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রোববার দেশটির খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামের একটি রাজনৈতিক দলের সম্মেলনে এ বিস্ফোরণ ঘটে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার এএফপিকে বলেছেন, “আমি নিশ্চিত করতে পারি যে, হাসপাতালে ৩৯টি মৃতদেহ রয়েছে। এছাড়া ১২৩ জন আহত হয়েছে, যার মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর।”

প্রাদেশিক গভর্নর হাজি গুলাম আলিও মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।

বর্তমানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের উদ্ধারে অভিযান চলছে। অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে নেয়া হচ্ছে। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে জেলা হাসপাতালে।

বাজাউর জেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. ফয়সাল কামাল বলেছেন, বাজাউর জেলা সদর হাসপাতালে ১৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে আনা হয়েছে।

জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান এ ঘটনার তদন্তের জন্য দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খানের কাছে দাবি জানিয়েছেন।

পাশপাশি হাসপাতালে গিয়ে আহতদের রক্ত দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

নিহত জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ
আরও পড়ুন: মদ নিয়ে বাকবিতণ্ডা, ক্রেতাকে পিটিয়ে হত্যা

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ নিহত হয়েছেন।

বাজাউর জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলছে, তবে এখনও বিস্ফোরণের কারণ নিশ্চিত করা যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media


পাকিস্তানে রাজনৈতিক দলের সম্মেলনে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩৯

Update Time : ১০:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের কর্মী সম্মেলনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে দুই শতাধিক মানুষ। কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রোববার দেশটির খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামের একটি রাজনৈতিক দলের সম্মেলনে এ বিস্ফোরণ ঘটে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার এএফপিকে বলেছেন, “আমি নিশ্চিত করতে পারি যে, হাসপাতালে ৩৯টি মৃতদেহ রয়েছে। এছাড়া ১২৩ জন আহত হয়েছে, যার মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর।”

প্রাদেশিক গভর্নর হাজি গুলাম আলিও মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।

বর্তমানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের উদ্ধারে অভিযান চলছে। অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে নেয়া হচ্ছে। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে জেলা হাসপাতালে।

বাজাউর জেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. ফয়সাল কামাল বলেছেন, বাজাউর জেলা সদর হাসপাতালে ১৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে আনা হয়েছে।

জেইউআই-এফ প্রধান মাওলানা ফজলুর রহমান এ ঘটনার তদন্তের জন্য দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খানের কাছে দাবি জানিয়েছেন।

পাশপাশি হাসপাতালে গিয়ে আহতদের রক্ত দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

নিহত জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ
আরও পড়ুন: মদ নিয়ে বাকবিতণ্ডা, ক্রেতাকে পিটিয়ে হত্যা

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ নিহত হয়েছেন।

বাজাউর জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলছে, তবে এখনও বিস্ফোরণের কারণ নিশ্চিত করা যায়নি।