অবশেষে সপ্তম নাতনিকে স্বীকৃতি দিলেন বাইডেন

  • Update Time : ০৫:৩৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • / 129

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে প্রথমবারের মতো তার সপ্তম নাতনিকে স্বীকার করেছেন। চার বছরের মেয়ে নেভি হলেন বাইডেনের ছেলে হান্টারের সন্তান। তিনি সম্প্রতি এই শিশুর ভরণপোষণ নিয়ে আদালতে মামলা নিষ্পত্তি করেছেন।

শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘জিল এবং আমি শুধু আমাদের নাতনি নেভির ভালো চাই।’

প্রথমে প্রেসিডেন্ট তাকে স্বীকৃতি না দেয়ায় রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয়ের কাছে সমালোচিত হয়েছিলেন।

প্রথমবারের মতো সন্তানকে স্বীকৃতি দিয়ে পিপল ম্যাগাজিনকে দেয়া এক বিবৃতিতে হান্টার বাইডেন বলেন, এটি রাজনৈতিক বিষয় নয়, এটি একটি পারিবারিক বিষয়।

তিনি আরও বলেন, তার সন্তান নেভির মা লন্ডেন রবার্টসের সাথে একসাথে নেভির দেখাশোনা করছেন। মেয়ের সর্বোত্তম স্বার্থে তিনি এটি করছেন। তারা এই ব্যাপারে যথেষ্ট গোপনীয়তা বজায় রাখছেন।

লন্ডন তার সন্তানের পিতৃঅধিকারের জন্য মামলা করার পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় হান্টার বাইডেন নেভির বাবা।

হান্টার বাইডেন ২০২১ সালের স্মৃতিচারণ করার সময় লিখেছিলেন, তিনি অ্যালকোহল ও মাদকের সাথে লড়াই করার সময় তার সাথে মিস রবার্টের পরিচয় হয়।

তিনি আরও বলেন, আমাদের পরিচয়ের স্মৃতি নেই। সেসময় আমি জীবন নিয়ে হতাশ ছিলাম। এখন আমি তখন করা ভুলের দায়িত্ব নিয়েছি।

হাউস রিপাবলিকান এলিস স্টেফানিক বাইডেনের বিরুদ্ধে হৃদয়হীন, স্বার্থপর এবং কাপুরুষোচিত আচরণের অভিযোগ করেছিলেন।

তিনি ডেইলি মেইলকে বলেন, প্রতিটি আমেরিকান জানে যে জো বাইডেনের কয়েক বছর আগেই সঠিক কাজটি করা উচিত ছিল এবং তার সমস্ত নাতি-নাতনিদের স্বীকৃতি দেয়া উচিত ছিল।

এপ্রিলে জো বাইডেন বলেছিলেন, তিনি তার ছয় নাতি-নাতনিকে অনেক ভালবাসেন। তিনি প্রতিদিন তাদের সাথে কথা বলেন।

হান্টার বাইডেনের আরও চারজন সন্তান রয়েছে। যার মধ্যে এক ছেলের নাম বিউ যার নাম প্রেসিডেন্টের প্রয়াত ছেলের নাম অনুসারে রাখা হয়। যিনি ২০১৫ সালে মারা যান।

Tag :

Please Share This Post in Your Social Media


অবশেষে সপ্তম নাতনিকে স্বীকৃতি দিলেন বাইডেন

Update Time : ০৫:৩৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে প্রথমবারের মতো তার সপ্তম নাতনিকে স্বীকার করেছেন। চার বছরের মেয়ে নেভি হলেন বাইডেনের ছেলে হান্টারের সন্তান। তিনি সম্প্রতি এই শিশুর ভরণপোষণ নিয়ে আদালতে মামলা নিষ্পত্তি করেছেন।

শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘জিল এবং আমি শুধু আমাদের নাতনি নেভির ভালো চাই।’

প্রথমে প্রেসিডেন্ট তাকে স্বীকৃতি না দেয়ায় রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয়ের কাছে সমালোচিত হয়েছিলেন।

প্রথমবারের মতো সন্তানকে স্বীকৃতি দিয়ে পিপল ম্যাগাজিনকে দেয়া এক বিবৃতিতে হান্টার বাইডেন বলেন, এটি রাজনৈতিক বিষয় নয়, এটি একটি পারিবারিক বিষয়।

তিনি আরও বলেন, তার সন্তান নেভির মা লন্ডেন রবার্টসের সাথে একসাথে নেভির দেখাশোনা করছেন। মেয়ের সর্বোত্তম স্বার্থে তিনি এটি করছেন। তারা এই ব্যাপারে যথেষ্ট গোপনীয়তা বজায় রাখছেন।

লন্ডন তার সন্তানের পিতৃঅধিকারের জন্য মামলা করার পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় হান্টার বাইডেন নেভির বাবা।

হান্টার বাইডেন ২০২১ সালের স্মৃতিচারণ করার সময় লিখেছিলেন, তিনি অ্যালকোহল ও মাদকের সাথে লড়াই করার সময় তার সাথে মিস রবার্টের পরিচয় হয়।

তিনি আরও বলেন, আমাদের পরিচয়ের স্মৃতি নেই। সেসময় আমি জীবন নিয়ে হতাশ ছিলাম। এখন আমি তখন করা ভুলের দায়িত্ব নিয়েছি।

হাউস রিপাবলিকান এলিস স্টেফানিক বাইডেনের বিরুদ্ধে হৃদয়হীন, স্বার্থপর এবং কাপুরুষোচিত আচরণের অভিযোগ করেছিলেন।

তিনি ডেইলি মেইলকে বলেন, প্রতিটি আমেরিকান জানে যে জো বাইডেনের কয়েক বছর আগেই সঠিক কাজটি করা উচিত ছিল এবং তার সমস্ত নাতি-নাতনিদের স্বীকৃতি দেয়া উচিত ছিল।

এপ্রিলে জো বাইডেন বলেছিলেন, তিনি তার ছয় নাতি-নাতনিকে অনেক ভালবাসেন। তিনি প্রতিদিন তাদের সাথে কথা বলেন।

হান্টার বাইডেনের আরও চারজন সন্তান রয়েছে। যার মধ্যে এক ছেলের নাম বিউ যার নাম প্রেসিডেন্টের প্রয়াত ছেলের নাম অনুসারে রাখা হয়। যিনি ২০১৫ সালে মারা যান।