নাইজারে বাজোমের রাজনৈতিক দপ্তরে আগুন

  • Update Time : ০৮:২২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • / 117

আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার দেশ নাইজারে সেনা অভ্যুত্থানের পর সদ্য পদচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে আগুন দিয়েছেন অভ্যুত্থানের সমর্থনকারীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাজধানী নিয়ামেইয়ে এ ঘটনা ঘটে।

এ সময় বাজোমের রাজনৈতিক দলের কার্যালয়ে পাথর নিক্ষেপ এবং কার্যালয়ের বাইরে গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। অভ্যুত্থানকারী নেতাদের সমর্থনে শত শত মানুষ পার্লামেন্টের সামনে জড়ো হয়ে ক্ষমতাসীন দলের দপ্তরের দিকে এগিয়ে যায়।

বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকরা সদরদপ্তর ভবন থেকে কালো ধোঁয়া বের হতে দেখার কথা জানিয়েছেন। সেনাপন্থি সঙ্গীতও বাজিয়েছে তারা। উড়িয়েছে রাশিয়ার পতাকা। আবার ফ্রান্স-বিরোধী স্লোগানও দেয়া হয়েছে। এসময় পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে অভ্যুত্থানে সমর্থনকারী কয়েকশ’ মানুষ নাইজারের পার্লামেন্টের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন ও অভ্যুত্থানে অংশ নেয়া সেনাদের সমর্থন জানান। এ সময় বিক্ষোভকারীদের রাশিয়ার পতাকা ওড়াতে দেখা যায়। অনেকে ফ্রান্সবিরোধী স্লোগান।

বিবিসি জানায়, বুধবার প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা প্রেসিডেন্ট বাজোমকে নিয়ামেইর প্রেসিডেন্ট প্রাসাদে বন্দি করে ফেলে। ভোর থেকে নানা সূত্রে সে খবর প্রকাশ পাওয়া শুরু হলে সকালে রাজধানী নিয়ামিতে সড়কে লোকজনকে প্রেসিডেন্টের সমর্থনে মিছিল করতে দেখা যায়।

পরে রাষ্ট্রীয় টেলিভিশনে এসে কর্নেল মেজর আমাদু আবদ্রামানে অভ্যুত্থানের ঘোষণা দিয়ে বলেন, তারা নাইজারের সংবিধান বিলুপ্ত ঘোষণা করছেন। সব প্রতিষ্ঠানের কার্যক্রম বাতিল এবং দেশের সব সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণাও দেন।

টেলিভিশনে কর্নেল মেজর আবদ্রামানে যখন অভ্যুত্থানের ঘোষণা দিচ্ছিলেন তখন উর্দি পোশাক পরা আরও ৯ জন সেনাকর্মকর্তা তাকে ঘিরে দাঁড়িয়েছিলেন। তিনি বহির্বিশ্বকে নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করারও আহবান জানান।

এদিকে, ‘পদচ্যুত’ প্রেসিডেন্ট বাজোমের মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউজিল্যান্ড সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সাংবাদিকদের সঙ্গে আলাপে এ আহবান জানান।

তিনি বলেন, আমি প্রেসিডেন্ট বাজোমের সঙ্গে ফোনে কথা বলেছি। তাকে জানিয়েছি, নাইজারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তার প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি আরও বলেন, আমরা প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের অবিলম্বে মুক্তি চাই।

Tag :

Please Share This Post in Your Social Media


নাইজারে বাজোমের রাজনৈতিক দপ্তরে আগুন

Update Time : ০৮:২২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার দেশ নাইজারে সেনা অভ্যুত্থানের পর সদ্য পদচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে আগুন দিয়েছেন অভ্যুত্থানের সমর্থনকারীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাজধানী নিয়ামেইয়ে এ ঘটনা ঘটে।

এ সময় বাজোমের রাজনৈতিক দলের কার্যালয়ে পাথর নিক্ষেপ এবং কার্যালয়ের বাইরে গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। অভ্যুত্থানকারী নেতাদের সমর্থনে শত শত মানুষ পার্লামেন্টের সামনে জড়ো হয়ে ক্ষমতাসীন দলের দপ্তরের দিকে এগিয়ে যায়।

বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকরা সদরদপ্তর ভবন থেকে কালো ধোঁয়া বের হতে দেখার কথা জানিয়েছেন। সেনাপন্থি সঙ্গীতও বাজিয়েছে তারা। উড়িয়েছে রাশিয়ার পতাকা। আবার ফ্রান্স-বিরোধী স্লোগানও দেয়া হয়েছে। এসময় পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে অভ্যুত্থানে সমর্থনকারী কয়েকশ’ মানুষ নাইজারের পার্লামেন্টের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন ও অভ্যুত্থানে অংশ নেয়া সেনাদের সমর্থন জানান। এ সময় বিক্ষোভকারীদের রাশিয়ার পতাকা ওড়াতে দেখা যায়। অনেকে ফ্রান্সবিরোধী স্লোগান।

বিবিসি জানায়, বুধবার প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা প্রেসিডেন্ট বাজোমকে নিয়ামেইর প্রেসিডেন্ট প্রাসাদে বন্দি করে ফেলে। ভোর থেকে নানা সূত্রে সে খবর প্রকাশ পাওয়া শুরু হলে সকালে রাজধানী নিয়ামিতে সড়কে লোকজনকে প্রেসিডেন্টের সমর্থনে মিছিল করতে দেখা যায়।

পরে রাষ্ট্রীয় টেলিভিশনে এসে কর্নেল মেজর আমাদু আবদ্রামানে অভ্যুত্থানের ঘোষণা দিয়ে বলেন, তারা নাইজারের সংবিধান বিলুপ্ত ঘোষণা করছেন। সব প্রতিষ্ঠানের কার্যক্রম বাতিল এবং দেশের সব সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণাও দেন।

টেলিভিশনে কর্নেল মেজর আবদ্রামানে যখন অভ্যুত্থানের ঘোষণা দিচ্ছিলেন তখন উর্দি পোশাক পরা আরও ৯ জন সেনাকর্মকর্তা তাকে ঘিরে দাঁড়িয়েছিলেন। তিনি বহির্বিশ্বকে নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করারও আহবান জানান।

এদিকে, ‘পদচ্যুত’ প্রেসিডেন্ট বাজোমের মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউজিল্যান্ড সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সাংবাদিকদের সঙ্গে আলাপে এ আহবান জানান।

তিনি বলেন, আমি প্রেসিডেন্ট বাজোমের সঙ্গে ফোনে কথা বলেছি। তাকে জানিয়েছি, নাইজারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তার প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি আরও বলেন, আমরা প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের অবিলম্বে মুক্তি চাই।