পুতিন বিরোধী নাভালনির ২০ বছর জেলের দাবি

  • Update Time : ১১:০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • / 110

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কট্টর বিরোধী নাভালনির জন্য আরো ২০ বছরের কারাদণ্ড চাইলো সরকারি আইনজীবীরা। ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগে ১১ বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন নাভালনি। তিনি বারবার বলেছেন, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা আনা হয়েছে।

এবারও তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি উগ্রপন্থার সমর্থক।

নাভালনির রাজনৈতিক বন্ধু ইভান ঝাডানভ জানিয়েছেন, রাশিয়ার সরকারি আইনজীবী আদালতের কাছে আবেদন জানিয়েছেন, নাভালনির যেন আরও ২০ বছর জেল হয়। কারণ, তিনি উগ্রপন্থাকে উসকানি দেন, তার জন্য অর্থসাহায্য করেন।

নাভালনি ও তার সঙ্গীদের দাবি, আবার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই শাস্তি চেয়েছেন সরকারি আইনজীবী।

সরকারি সংবাদসংস্থা তাস জানিয়েছে, আগামী ৪ অগাস্ট আদালত রায় জানাবে।

আদালতের রুদ্ধদ্বার কক্ষে নাভালনির বিরুদ্ধে মামলার শুনানি চলে। সেখানে নাভালনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা করেছেন। নাভালনি বলেছেন, ‘রাশিয়া গরিব মানুষদের হয় কাদার বা রক্তের পুকুরে ফেলে দিচ্ছে। তাদের হাত-পা ভাঙছে। লাখো মানুষ মারা যাচ্ছেন। একুশ শতকের সবচেয়ে বুদ্ধিহীন ও চেতনাহীন লড়াই চলছে।’

ক্রমলিনের দাবি, তারা এই মামলা নিয়ে কোনো হস্তক্ষেপ করছে না। আদালত যা ঠিক করবে তাই হবে। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফফি, রয়টার্স

Tag :

Please Share This Post in Your Social Media


পুতিন বিরোধী নাভালনির ২০ বছর জেলের দাবি

Update Time : ১১:০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কট্টর বিরোধী নাভালনির জন্য আরো ২০ বছরের কারাদণ্ড চাইলো সরকারি আইনজীবীরা। ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগে ১১ বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন নাভালনি। তিনি বারবার বলেছেন, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা আনা হয়েছে।

এবারও তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি উগ্রপন্থার সমর্থক।

নাভালনির রাজনৈতিক বন্ধু ইভান ঝাডানভ জানিয়েছেন, রাশিয়ার সরকারি আইনজীবী আদালতের কাছে আবেদন জানিয়েছেন, নাভালনির যেন আরও ২০ বছর জেল হয়। কারণ, তিনি উগ্রপন্থাকে উসকানি দেন, তার জন্য অর্থসাহায্য করেন।

নাভালনি ও তার সঙ্গীদের দাবি, আবার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই শাস্তি চেয়েছেন সরকারি আইনজীবী।

সরকারি সংবাদসংস্থা তাস জানিয়েছে, আগামী ৪ অগাস্ট আদালত রায় জানাবে।

আদালতের রুদ্ধদ্বার কক্ষে নাভালনির বিরুদ্ধে মামলার শুনানি চলে। সেখানে নাভালনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা করেছেন। নাভালনি বলেছেন, ‘রাশিয়া গরিব মানুষদের হয় কাদার বা রক্তের পুকুরে ফেলে দিচ্ছে। তাদের হাত-পা ভাঙছে। লাখো মানুষ মারা যাচ্ছেন। একুশ শতকের সবচেয়ে বুদ্ধিহীন ও চেতনাহীন লড়াই চলছে।’

ক্রমলিনের দাবি, তারা এই মামলা নিয়ে কোনো হস্তক্ষেপ করছে না। আদালত যা ঠিক করবে তাই হবে। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফফি, রয়টার্স