বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা-অগ্নিসংযোগ

  • Update Time : ০১:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
  • / 120

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত সুইডিশ দূতাবাসে হামলার পর আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রয়টার্সের খবরে বলা হয়, বুধবার রাতে কয়েকশো বিক্ষোভকারী দূতাবাসের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দেন। সুইডেনে কোরআন পোড়ানোর জেরে দূতাবাসে হামলার এই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বাগদাদের সুইডিশ দূতাবাসের কেউ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ইরাকসহ মুসলিম বিশ্বের দেশগুলো প্রতিবাদ জানিয়েছে। একই ঘটনার জেরে বাগদাদে বিক্ষোভের ডাক দিয়েছিলেন শিয়া সম্প্রদায়ের ধর্মগুরু মুক্তাদা আল-সদরের সমর্থকেরা।

মুক্তাদা আল-সদরের সমর্থক হিসেবে পরিচিত ‘ওয়ান বাগদাদ’ নামের একটি টেলিগ্রাম চ্যানেলে দিবাগত রাত একটা থেকে কয়েকটি ভিডিও পোস্ট করা হয়। শুরুর দিকের একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারী ব্যক্তিরা বাগদাদে সুইডেনের দূতাবাসের সামনে জড়ো হয়েছেন। এর ঘণ্টাখানেক পর হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে অন্য একটি ভিডিওতে দূতাবাস প্রাঙ্গণে অবস্থিত একটি ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। যদিও রয়টার্সের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এমনকি বিক্ষোভ, হামলা ও অগ্নিকাণ্ডের সময় দূতাবাসের ভেতরে কেউ ছিলেন কি-না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসে আগুন ধরিয়ে দেওয়ার নিন্দা জানিয়ে এ হামলায় জড়িতদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর প্রতি আহবান জানায়।

Tag :

Please Share This Post in Your Social Media


বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা-অগ্নিসংযোগ

Update Time : ০১:৩৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত সুইডিশ দূতাবাসে হামলার পর আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রয়টার্সের খবরে বলা হয়, বুধবার রাতে কয়েকশো বিক্ষোভকারী দূতাবাসের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দেন। সুইডেনে কোরআন পোড়ানোর জেরে দূতাবাসে হামলার এই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বাগদাদের সুইডিশ দূতাবাসের কেউ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ইরাকসহ মুসলিম বিশ্বের দেশগুলো প্রতিবাদ জানিয়েছে। একই ঘটনার জেরে বাগদাদে বিক্ষোভের ডাক দিয়েছিলেন শিয়া সম্প্রদায়ের ধর্মগুরু মুক্তাদা আল-সদরের সমর্থকেরা।

মুক্তাদা আল-সদরের সমর্থক হিসেবে পরিচিত ‘ওয়ান বাগদাদ’ নামের একটি টেলিগ্রাম চ্যানেলে দিবাগত রাত একটা থেকে কয়েকটি ভিডিও পোস্ট করা হয়। শুরুর দিকের একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারী ব্যক্তিরা বাগদাদে সুইডেনের দূতাবাসের সামনে জড়ো হয়েছেন। এর ঘণ্টাখানেক পর হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে অন্য একটি ভিডিওতে দূতাবাস প্রাঙ্গণে অবস্থিত একটি ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। যদিও রয়টার্সের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এমনকি বিক্ষোভ, হামলা ও অগ্নিকাণ্ডের সময় দূতাবাসের ভেতরে কেউ ছিলেন কি-না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাসে আগুন ধরিয়ে দেওয়ার নিন্দা জানিয়ে এ হামলায় জড়িতদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর প্রতি আহবান জানায়।