পোল্যান্ডে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত পাঁচ

  • Update Time : ০১:১৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / 149

আন্তর্জাতিক ডেস্ক

পোল্যান্ডের রাজধানী ওয়ারশর কাছে একটি বিমানঘাঁটিতে ছোট আকারের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অন্তত আটজন।

বিবিসির খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি ওয়ারশ থেকে ৪৭ কিলোমিটার দূরে চিরছাইনো গ্রামে অবস্থিত একটি বিমানঘাঁটিতে অবতরণ করেছিল। স্থানটি প্যারাস্যুট জাম্প প্রশিক্ষণের জন্য পরিচিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই উড়োজাহাজে তিনজন আরোহী ছিল। অন্যদিকে ঝড়ের কবল থেকে রক্ষা পেতে বিমানঘাঁটির একটি হ্যাঙ্গারে (উড়োজাহাজ রাখার স্থান) ১৩ জন আশ্রয় নিয়ছিল। এসময় হ্যাঙ্গারের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

ওয়ারশ পুলিশের মুখপাত্র সিলওয়েস্টার মার্কজাক বলেন, এ দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আরও আটজন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে পাইলটও রয়েছে। এ ব্যাপারে পুলিশকে সতর্ক করা হয়েছে এবং তারা তদন্ত শুরু করবে।

খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্থানীয় ফায়ার ব্রিগেডের।

Tag :

Please Share This Post in Your Social Media


পোল্যান্ডে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত পাঁচ

Update Time : ০১:১৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

পোল্যান্ডের রাজধানী ওয়ারশর কাছে একটি বিমানঘাঁটিতে ছোট আকারের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অন্তত আটজন।

বিবিসির খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি ওয়ারশ থেকে ৪৭ কিলোমিটার দূরে চিরছাইনো গ্রামে অবস্থিত একটি বিমানঘাঁটিতে অবতরণ করেছিল। স্থানটি প্যারাস্যুট জাম্প প্রশিক্ষণের জন্য পরিচিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই উড়োজাহাজে তিনজন আরোহী ছিল। অন্যদিকে ঝড়ের কবল থেকে রক্ষা পেতে বিমানঘাঁটির একটি হ্যাঙ্গারে (উড়োজাহাজ রাখার স্থান) ১৩ জন আশ্রয় নিয়ছিল। এসময় হ্যাঙ্গারের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

ওয়ারশ পুলিশের মুখপাত্র সিলওয়েস্টার মার্কজাক বলেন, এ দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আরও আটজন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

তিনি আরও বলেন, নিহতদের মধ্যে পাইলটও রয়েছে। এ ব্যাপারে পুলিশকে সতর্ক করা হয়েছে এবং তারা তদন্ত শুরু করবে।

খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা স্থানীয় ফায়ার ব্রিগেডের।